Uttar Pradesh: নাশকতার ছক, উত্তরপ্রদেশে ২ পাকিস্তানি-সহ গ্রেফতার ৩

লোকসভা নির্বাচনের মুখে ভারতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে পাকিস্তানি জঙ্গিরা। ভারতে তাদের সহযোগীরাও এই চক্রান্তে সামিল হয়েছে বলে অভিযোগ।

ভারতের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলা চালানোর চক্রান্তের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা। ধৃতদের মধ্যে ২ জন পাকিস্তানের নাগরিক এবং অপরজন ভারতে তাদের সহযোগী। পাকিস্তানিরা নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে বলে জানা গিয়েছে। তারা জাল নথি জমা দিয়ে ভারতীয় পরিচয়পত্রও তৈরি করেছে বলে অভিযোগ। ধৃত পাকিস্তানিদের নাম মহম্মদ আলতাফ ভাট ও সৈয়দ গজনফর। তাদের সঙ্গীর নাম নাসির আলি। সে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, ধৃত জঙ্গি ভাট পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সাহায্যে হিজবুল মুজাহিদিনের কাছ থেকে নাশকতার প্রশিক্ষণ নিয়েছে।

ধৃত জঙ্গিদের জেরা করছে পুলিশ

Latest Videos

উত্তরপ্রদেশ এটিএস-এর ইন্সপেক্টর জেনারেল নীলাব্জ চৌধুরী জানিয়েছেন, ‘মহম্মদ আলতাফ ভাট, সৈয়দ গজনফর ও নাসির আলি ভারতে জঙ্গি হামলার ছক কষছিল। গোয়েন্দারা এটিএস-কে সতর্ক করে দিয়েছিলেন যে পাকিস্তানের কয়েকজন জঙ্গি নেপাল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে। তাদের মদত দিচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। গোয়েন্দারা আরও জানান, পাকিস্তানি জঙ্গিরা ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানোর লক্ষ্য নিয়েই এসেছে। তারা আইএসআই-এর মদতে জঙ্গি প্রশিক্ষণও পেয়েছে।’

জঙ্গি হামলার বিষয়ে সতর্ক উত্তরপ্রদেশ এটিএস

উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গোরখপুরের এটিএস ফিল্ড ইউনিট অনুপ্রবেশকারী জঙ্গিদের রুখতে তৎপর হয়। এটিএস-এর সদস্যরা যেমন নেপাল সীমান্তে নজর রাখা শুরু করেন, তেমনই বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্রাংশের মাধ্যমেও নজরদারি শুরু করেন। এই নজরদারির ফলেই সাফল্য আসে। নেপাল সীমান্তে সোনাউলিতে ফরেন্দা গ্রামে ২ পাকিস্তানি জঙ্গি ও তাদের সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করা হচ্ছে। এই জঙ্গিদের সঙ্গে আরও কেউ যুক্ত কি না, সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নৌ বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা, পাক সেনার হাতে মৃত্যু চার হামলাকারীর

Moscow Terror Attack: মস্কোয় জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৯৩, গ্রেফতার ১১

পাকিস্তানে সেনা ও জঙ্গিদের মধ্যে ভয়াবহ এনকাউন্টার, খতম হল ৮ জঙ্গি

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury