Lama Lobzang: লামা লবজাংয়ের প্রয়াণে শোকপ্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

লাদাখের বিশিষ্ট বৌদ্ধ ধর্মগুরু লামা লবজাংয়ের প্রয়াণে সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীরা শোকাহত। ধরমশালা, লাদাখেও শোকের ছায়া দেখা যাচ্ছে।

লাদাখের বৌদ্ধ ধর্মগুরু লামা লবজাংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রয়াত লামা লবজাংয়ের বয়স হয়েছিল ৯৪ বছর। জাতীয় তফশিলী জাতি ও উপজাতি কমিশনের প্রাক্তন সদস্য লামা লবজাং। তিনি নয়াদিল্লিতে নিজের বাসভবনে প্রয়াত হয়েছেন। সমাজে তাঁর অবদানের কথা উল্লেখ করেছেন অমিত শাহ। তিনি শোকবার্তায় বলেছেন, 'লামা লবজাং জির প্রয়াণের খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে আমি তাঁর শিষ্য ও অনুগামীদের সমবেদনা জানাচ্ছি। লামা লবজাং নিস্বার্থভাবে সব ব্যক্তি এবং সামগ্রিকভাবে সমাজের অন্তরের কল্যাণের জন্য কাজ করে গিয়েছেন। তিনি সারাজীবন ধরে ধর্মের সর্বোচ্চ নীতি অবলম্বন করে চলেছেন। লামা লবজাং বিভিন্ন ভূমিকা পালন করেছেন। জাতীয় তফশিলী কমিশন, সংখ্যালঘু, তফশিলী জাতি ও উপজাতির উচ্চ পর্যায়ের কমিটির সদস্য ছিলেন তিনি। ন্যায় ও সাম্যের প্রতি দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন তিনি। ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন, ওয়ার্ল্ড ফেলোশিপ অফ বুদ্ধিস্টের মতো সংগঠনের সদস্য হিসেবেও বৌদ্ধধর্মের আদর্শ এবং সারা বিশ্বে সৌহার্দ্য প্রচার করে গিয়েছেন লামা লবজাং।'

লামা লবজাংয়ের প্রতি শ্রদ্ধা অমিত শাহের

Latest Videos

লামা লবজাংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে অমিত শাহ আরও বলেছেন, 'আমাদের প্রাচীন শাস্ত্র অনুযায়ী, লামা লবজাংয়ের প্রয়াণও জীবন, মৃত্যু ও পুনর্জন্মের বৃত্ত সম্পন্ন করল। তিনি আর সশরীরে আমাদের সঙ্গে নেই, তবে তিনি শিক্ষাদানের মাধ্যমে যে ঐতিহ্য প্রতিষ্ঠা করে গিয়েছেন, তা সব শিষ্য ও সমাজের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর শূন্যতা সহজে পূরণ করা যাবে না। তাঁর আত্মার শান্তি হোক।'

তিব্বতের স্বাধীনতার পক্ষে ছিলেন লামা লবজাং

সারা জীবন বৌদ্ধধর্মের আদর্শ ও শিক্ষা প্রচারের পাশাপাশি তিব্বতের স্বাধীনতার পক্ষেও সওয়াল করে গিয়েছেন লামা লবজাং। তবে তিনি স্বাধীন তিব্বত দেখে যেতে পারলেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পরবর্তী দলাই লামা কে ও কী ভাবে হবে নির্বাচন, তা নিয়ে দড়ি টানাটানি শুরু চিন-ভারত-আমেরিকার মধ্যে

হাতছাড়া হতে পারে তিব্বতের নিয়ন্ত্রণ, আমেরিকার দলাই লামা বিলে চটে লাল চিন

চিনা গুপ্তচরদের নজরে দলাই লামা আর প্রধানমন্ত্রীর কার্যালয়, তদন্তে মিলেছে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল