Crime News: সাবধান! হোয়াটসঅ্যাপে গুডমর্নিং বার্তা দিয়ে ৩ লক্ষ টাকার প্রতারণা

Published : Mar 10, 2024, 09:06 PM ISTUpdated : Mar 10, 2024, 09:30 PM IST
cyber crime

সংক্ষিপ্ত

গুজরাতের ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করে ৯ লক্ষ টাকা চাওয়া হয়েছে। বলা হয়েছে ফোনের ওপ্রান্তে এক মহিলাকে তিনি নাকি বিরক্ত করেছিলেন। 

সাধারণ একটি গুডমর্নিং বার্তা এসেছিল হোয়াটসঅ্যাপে। তাতেই উত্তর দিয়েছিল গুজরাটের ব্যবসায়ী। তারপর সাধারণ কিছু কথাবার্তা এক অজ্ঞাতপরিচয় মহিলার সঙ্গে। এমন অভিজ্ঞতা আমাদের অনেকেরই থাকে। কিন্তু গুজরায়ের ব্যবসায়ীর তারপর যা হল তা আর বলার নয়। যদিও এই বিষয়ে সকলেই সাবধান থাকা উচিৎ। কারণ এই ঘটনার পরই গুজরাতের ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করে ৩ লক্ষ টাকা চাওয়া হয়েছে। বলা হয়েছে ফোনের ওপ্রান্তে এক মহিলাকে তিনি নাকি বিরক্ত করেছিলেন। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই ব্যবসায়ী। এই ঘটনা শনিবার ৯ মার্চের।

কলপেশের অভিযোগের পরই এক মহিলার সঙ্গে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদের গ্রেফতার করা হয়। ওই গ্যাংএর কাছ থেকে উদ্ধার হয়েছে ৫.৫৬ লক্ষ টাকা।

কলপেশ দাবি করেছেন তিনি গত ২৭ ফেব্রুয়ারি এই সকালেই গুডমর্নিং বার্তাটি পেয়েছিলেন। কিছুক্ষণ কথাবার্তার পরে ওপ্রান্তের মহিলা কাজল নামে নিজের পরিচয় দেন। মহিলা তাঁকে ভিডিও কলে আসার জন্য আবেদন জানায়। যদিও কলপেশ সেদিন তাতে রাজি হয়নি। পরের দিন সকালে মহিলার থেকে আবারও একই বার্তা পান। তারপরই কলপেশ মহিলাকে জানান তিনি রাজকোটে রয়েছেন। সেখানে কাজে ব্যস্ত রয়েছে। তারপরই মহিলা তাঁকে রাজকোট বাসডিপোতে নামিয়ে দেওয়ার প্রস্তাব দেন।

মহিলার কথা মতে কলপেশ তাঁকে ড্রপ করতে যান। কিন্তু গাড়িতে মহিলার আচরণে তিনি অবাক হয়ে যান। মহিলা নিজেকেই অবিন্যস্ত করে ফেলেন। তারপরই তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। পাল্টা কলপেশ পুলিশের দ্বারস্থ হয়। তদন্তে নেমে সাত জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে এই ঘটনায় দুই মহিলা জড়িয়ে ছিল।

৩৮ বছরের কলপেশ কানানি, পেশেয়ায় ব্যবসায়ী। গুজরাটের রাজকোটের কাছে জসদান এলাকার বাসিন্দা। তিনি সকালে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পান। তিনি দাবি করেছেন বার্তাটি খুবই সাধারণ ছিল। কিন্তু অপরিচিত নম্বর থেকেই বার্তাটি পাঠান হয়েছিল। তারপর তিনি তার উত্তর দেন। কিছুক্ষণ কথাও বলেন। যদিও ফোনের ওপ্রান্তে যিনি ছিলেন তিনি পাল্টা তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে ব্ল্যাকমেল করতে থাকেন বলেও দাবি করেন।

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের