তল্লাশির সময় নিজেরাই মাদক রেখে ফাঁসানোর চেষ্টা, সাসপেন্ড ৪ পুলিশকর্মী

মুম্বইয়ের কালিনা অঞ্চলে তল্লাশি অভিযানের সময় এক ব্যক্তির ঘরে মাদক রাখার চেষ্টার ঘটনায় চার পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। সিসিটিভি ফুটেজে পুলিশের এই কাজ ধরা পড়ে।

হিন্দি ছবিতে অনেকবার এই দৃশ্য দেখা গিয়েছে। কারও বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে নিজেরাই মাদক রেখে দিয়ে সেই ব্যক্তিকে মাদকের কারবারের সঙ্গে জড়িত থাকার দায়ে গ্রেফতার করেছে পুলিশ। এবার পর্দার এই ঘটনা বাস্তবে দেখা গেল। শুক্রবার রাতে মুম্বইয়ের কালিনা অঞ্চলে তল্লাশি চালাতে যান খার থানার সন্ত্রাস-দমন শাখার সদস্যরা। তাঁরা সেখান থেকে ড্যানিয়েল নামে এক ব্যক্তিকে আটক করেন। সাংবাদিকদের সামনে ড্যানিয়েল অভিযোগ করেন, পুলিশকর্মীরা তাঁকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস আইনে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন। কিন্তু যেখানে পুলিশকর্মীদের সঙ্গে তাঁর বচসা চলছিল, সেখানে সিসিটিভি ক্যামেরা আছে। সেটা দেখেই পুলিশকর্মীরা তাঁকে ছেড়ে দেন।

সাসপেন্ড ৪ পুলিশকর্মী

Latest Videos

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তল্লাশি চালানোর সময় এক পুলিশকর্মী ড্যানিয়েলের কোমরে একটা প্যাকেট গুঁজে দেওয়ার চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ফুটেজ। এরপরেই এক সাব-ইন্সপেক্টর ও তিন কনস্টেবলকে সাসপেন্ড করেছে মুম্বই পুলিশ। এ বিষয়ে ডেপুটি কমিশনার অফ পুলিশ রাজ তিলক রৌশন জানিয়েছেন, ‘এই ভিডিও দেখার পরেই দ্রুত ব্যবস্থা নিয়েছে মুম্বই পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত অফিসারদের সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত অফিসাররা যে পদ্ধতিতে তল্লাশি চালিয়েছেন, তা আইনসঙ্গত নয়। এর ফলে সন্দেহ তৈরি হয়েছে।’

 

 

মাদক বিতর্কে শাহরুখ খানের ছেলে

কয়েক বছর আগে মাদক সেবনের অভিযোগে বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করা হয়েছিল। এই ঘটনা নিয়ে তীব্র বিতর্ক হয়। পরে অবশ্য জামিনে মুক্তি পান আরিয়ান। ফের মুম্বইয়ে মাদকের খোঁজে তল্লাশি নিয়ে বিতর্ক তৈরি হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

৬০২ কোটি টাকার মাদক-সহ আটক ১৪ পাক-নাগরিক, গুজরাট উপকূলে যথেষ্ট সক্রিয় ATS-NCB

মাদকাসক্তির কাছে সন্তানও মূল্যহীন, দুই শিশুকে বিক্রি করে মাদক কিনলেন খোদ মা-বাবা

ফের সীমান্তে ধরা পড়ল পাকিস্তানি ড্রোন, তল্লাশির সময় মাদক ও অস্ত্র উদ্ধার

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar