ভক্ত ছাড়াই পুরীর রথযাত্রা, চলছে টানা ৪৮ ঘণ্টার কারফিউ

  • ৪৮ ঘণ্টার কার্ফু জারি পুরীতে
  • ভক্তশূণ্য আরও এক রথযাত্রা
  • কড়া সতর্কতা সর্বত্র 
  • নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে এলাকা

রথযাত্রার পূর্ণ তিথিতে প্রতিবছরই পুরীর চেনা লুকটা থাকে এক কথায় জমজমাট। ভগবান দর্শণে অগুণতি ভক্তের ভীড়, উপচে পড়া মানুষের ঢলের মাঝে সুসজ্জিত তিন রথ এগিয়ে চলে মাসির বাড়ির দিকে। সেই চেনা ছবিটাই গত এক বছরে পাল্টে গিয়েছেন। ২০২০-তে ভক্তশূণ্য ছিল রথযাত্রায় পুরী। ২০২১ সালেও তার ব্যতিক্রম ঘটল না। একইভাবে রথের চাকা এদিন ঘুরলেও কোথাও যেন ম্লান হয়ে রয়েছে সমুদ্র সৈকতের মুখ। স্নানযাত্রাতেও একই ছবি ধরা পড়েছিল। 

আরও পড়ুন- কোভিডে কমল একদিনের আক্রান্তের সংখ্যা, মৃত্যু শূন্য ১৬ জেলা, দেখুন ছবিতে-ছবিতে

Latest Videos

রথযাত্রার তিথিতেই পুরীর পর্যটনে বিপুল আয় ঘটে। এই সময় প্রতিটা হোটেলেই বুকিং হয়ে যায় এক মাস আগে থেকে। কিন্তু করোনার জেরে এবার পর্যচকে সাফ না প্রশাসনের। সেই কারণেই কেবল মাত্র মন্দিরের পুরোহিতেরাই টানবে রথ। তাই রবিবার থেকে গোটা পুরী জুড়ে জাড়ি করা হল কারফিউড। মোট ৪৮ ঘণ্টা ধরে চলবে এই কারফিউ। মঙ্গলবার রাত আটটা পর্যন্ত তা জারি থাকবে। 

আরও পড়ুন- করোনা আবহে ফিকে আন্দুলের রথযাত্রা, গড়াবে না ৩০০ বছর পুরোনো জোড়া রথের চাকা

রবিবারের আগেই বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত হোটেল, লজ, গেস্টহাউস। স্থানীয়দের ক্ষেত্রেও চলবে কড়া সতর্কতা। তাঁদেরও নির্দেশ দেওয়া হয়েছে, যেন অকারণে কেউ বাইরে না বেরোয়। জরুরী পরিসেবা ছাড়া কোনও রকমের মুভমেন্ট নিষিদ্ধ। পুলিশ কর্মী তার জন্য মোতায়ন করা হয়েছে বিপুল অঙ্কের। টিভিতে এদিন সরাসরি সম্প্রচার হবে পুরীর রথযাত্রা। 
 

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News