কোভিডে কমল একদিনের আক্রান্তের সংখ্যা, মৃত্যু শূন্য ১৬ জেলা, দেখুন ছবিতে-ছবিতে
- FB
- TW
- Linkdin
রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ১৩ জন এবং এর মধ্যে কলকাতায় একদিনে মৃত্যু সংখ্যা ২ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা ৪,৯৪৮। উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ২ জনের।
রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনার নতুন ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ৮২ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ৩০৯,১৩০জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ১৫,১২,১২৯জন।
করোনার নতুন ঢেউয়ে উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৯৪ জন। তবে সংক্রমণে সব জেলাকেও পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে উত্তর ২৪ পরগণা । তৃতীয় কলকাতা। দ্বিতীয় পূর্ব মেদিনীপুর, একদিনে আক্রান্ত ৮৭ জন।
সংক্রমণে এখনও চিন্তা বাড়াচ্ছে দার্জিলিং। করোনার নতুন ঢেউয়ে দার্জিলিং একদিনে করোনা আক্রান্ত ৮০ জন। কোভিডে একদিনের আক্রান্তে চতুর্থ স্থানে দার্জিলিং।
রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৯২৪ জন। পশ্চিমবঙ্গে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া কমে ১৪,৯০১ জন।
রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৩১৪ জন।
বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪, ৭৯,৩১২ জন। সুস্থতার হার ৯৭.৬৪ শতাংশে পৌছে গিয়েও ফের কমে যায়। তবে এই মুহূর্তে পেরোল সেই মে মাসের গন্ডী। স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, সুস্থতার হার একদিনে ৯৭.৮৩ শতাংশ।