জরুরি প্রয়োজনে দূরপাল্লার ট্রেনে যাতায়াত করতে হলে অনেকেই তৎকাল টিকিট কাটার চেষ্টা করেন। এ বিষয়ে সম্প্রতি নিয়মে বদল এনেছে ভারতীয় রেল। তৎকাল টিকিট কাটতে যাওয়ার আগে নিয়ম জেনে রাখা ভালো।
জরুরি প্রয়োজনে ট্রেনে করে কোথাও যেতে হলে তৎকাল টিকিট কাটা হয়, এই সংক্রান্ত নিয়মে এবার বদল আনা হল
ট্রেনের টিকিট বুকিংয়ের পদ্ধতি যাতে সহজ হয়, বিশেষ করে যাঁদের জরুরি প্রয়োজন, তাঁদের সুবিধার্থেই এবার নিয়মে বদল আনল ভারতীয় রেল।
ভারতীয় রেলে তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে সময়ে বদল আনার কথা ঘোষণা করা হয়েছে
ভারতীয় রেলের নতুন নিয়ম অনুযায়ী, শীতাতপ নিয়ন্ত্রিত কামরার ক্ষেত্রে তৎকাল টিকিট বুকিং শুরু হচ্ছে সকাল ১০টায় এবং সাধারণ কামরার তৎকাল টিকিট বুকিং শুরু হচ্ছে সকাল ১১টায়।
তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ভারতীয় রেলের নতুন নিয়ম বিস্তারিত জেনে নিন
তৎকাল টিকিটের ক্ষেত্রে একই পিএনআর-এ সর্বাধিক চারজনের বুকিং করা যায়। ফলে চারজনের বেশি যাত্রী থাকলে একই সময়ে একাধিক ব্যক্তিকে টিকিট বুকিংয়ের চেষ্টা করতে হবে।
ভারতীয় রেলে তৎকাল টিকিট বুকিং করতে হলে যে কোনও স্বীকৃত পরিচয়পত্র দরকার
ভারতীয় রেলে তৎকাল টিকিট বুকিং করতে হলে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্টের মতো সরকার স্বীকৃত কোনও পরিচয়পত্র দরকার।
সাবধান! ভারতীয় রেলে তৎকাল টিকিট কাটার পর বাতিল করতে হলে টাকা ফেরত পাওয়া যায় না
ভারতীয় রেলে তৎকাল টিকিট কাটার পর বাতিল করার প্রয়োজন হলেও টাকা ফেরত পাওয়া যায় না। ট্রেন বাতিল হলে অবশ্য টিকিটের টাকা ফেরত পাওয়া যায়।
আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করে ঘরে বসে তৎকাল বা সাধারণ টিকিট বুকিং করা যায়।
ঘরে বসে তৎকাল টিকিট বুকিংয়ের মাধ্যমে কনফার্ম টিকিট পেতে হলে কী করা উচিত?
আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে কনফার্ম তৎকাল টিকিট বুকিং করতে চাইলে নির্ধারিত সময়ের আগেই লগ ইন করা উচিত। সময় বাঁচাতে ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দেওয়া উচিত। আগে থাকতে যাত্রীদের নাম ও বিস্তারিত তথ্য দেওয়া উচিত। ইন্টারনেট সংযোগে যাতে কোনও সমস্যা না হয়, সেটা নিশ্চিত করতে হবে।