নতুন বছর থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পাবে সে কথা সকলেরই জানা। তবে, জানেন কি কত শতাংশ হারে DA বাড়ছে?
সরকারের ইচ্ছা মতো কর্মীদের ডিএ বৃদ্ধি পায় এমন ধারণা ভুল। সঠিক পদ্ধতি মেনে বাড়াতে হয় ডিএ।
আর সেই পদ্ধতি অনুসরণ করেই নতুন বছর থেকে বাড়তি বেতন পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশগুলো সরকার দ্বারা বাস্তবায়িত হয়েছিল ২০১৬ সালের ১ জানুয়ারি।
কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করা কর্মচারীদের ক্ষেত্রে মহার্ঘ ভাতার হিসেব করা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড়ের ওপর ভিত্তি করে।
সেই ক্ষেত্রে ডিএ বৃদ্ধির ফর্মুলাটা হল- (গত ১২ মাসের (অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় (ভিত্তি বছর- ২০০১ = ১০০) - ১১৫.৭৬/ ১১৫.৭৬ X ১০০)
ফিন্যানশিয়াল এক্সপ্রেসের রিপোর্ট বলছে, গত অক্টোবর মাস পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্স বেড়ে ১৪৪.৫ হয়েছে।
নভেম্বর এবং ডিসেম্বরের তথ্য এখনও সামনে আসেনি। তবে রিপোর্টে দাবি করা হয়েছে, এই দুই মাসে এআইসিপিআই বেড়ে ১৪৫.৩ হতে পারে।
আর তা যদি হয়, তাহলে এবারও কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে ৩ শতাংশ হারে। অর্থাৎ ডিএ বেড়ে হবে ৫৬ শতাংশ।
এই হিসেবেই বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ। নতুন বছরে বাড়তি বেতন পেতে চলেছেন কর্মীরা।
Sayanita Chakraborty