7th pay commission: কত শতাংশ হারে DA বাড়ছে সরকারি কর্মীদের? বছর শেষে প্রকাশ্যে এল বিশেষ তথ্য

Published : Dec 31, 2024, 09:47 AM IST

নতুন বছর থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বৃদ্ধি পাবে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড়ের ওপর ভিত্তি করে ডিএ বৃদ্ধির হিসেব করা হয়। রিপোর্ট অনুযায়ী, ডিএ ৩ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে।

PREV
110

নতুন বছর থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পাবে সে কথা সকলেরই জানা। তবে, জানেন কি কত শতাংশ হারে DA বাড়ছে?

210

সরকারের ইচ্ছা মতো কর্মীদের ডিএ বৃদ্ধি পায় এমন ধারণা ভুল। সঠিক পদ্ধতি মেনে বাড়াতে হয় ডিএ।

310

আর সেই পদ্ধতি অনুসরণ করেই নতুন বছর থেকে বাড়তি বেতন পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

410

সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশগুলো সরকার দ্বারা বাস্তবায়িত হয়েছিল ২০১৬ সালের ১ জানুয়ারি।

510

কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করা কর্মচারীদের ক্ষেত্রে মহার্ঘ ভাতার হিসেব করা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড়ের ওপর ভিত্তি করে।

610

সেই ক্ষেত্রে ডিএ বৃদ্ধির ফর্মুলাটা হল- (গত ১২ মাসের (অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় (ভিত্তি বছর- ২০০১ = ১০০) - ১১৫.৭৬/ ১১৫.৭৬ X ১০০)

710

ফিন্যানশিয়াল এক্সপ্রেসের রিপোর্ট বলছে, গত অক্টোবর মাস পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্স বেড়ে ১৪৪.৫ হয়েছে।

810

নভেম্বর এবং ডিসেম্বরের তথ্য এখনও সামনে আসেনি। তবে রিপোর্টে দাবি করা হয়েছে, এই দুই মাসে এআইসিপিআই বেড়ে ১৪৫.৩ হতে পারে।

910

আর তা যদি হয়, তাহলে এবারও কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে ৩ শতাংশ হারে। অর্থাৎ ডিএ বেড়ে হবে ৫৬ শতাংশ।

1010

এই হিসেবেই বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ। নতুন বছরে বাড়তি বেতন পেতে চলেছেন কর্মীরা। 

click me!

Recommended Stories