নতুন বছর প্রথম মাসেই সরকারি কর্মী ও পেনশনারদের লক্ষ্মীলাভ হতে পারে। কেন্দ্র সরকার সূত্রের খবর ২০২৫ সালের জানুয়ারিতে আবারও বাড়তে পারে ডিএ (DA) বা মহার্ঘ ভাতা (Dearness allowance)। সেইক্ষেত্রে কোনও সরকারি কর্মী কত টাকা বাড়বে- রইল তারই হিসেব নিকেশ।
নতুন বছরের প্রথম মাসেই সরকারি কর্মীদের জন্য সুখবর। বাড়তে পারে ডিএ (DA Hike)। কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।
210
ডিএ বৃদ্ধির কারণ
নতুন করে মূল্যবৃদ্ধির থেকে সরকারি কর্মীদের রেহাই দিতে মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে সরকার। সেই ক্ষেত্রে All India Consumer Price Index (AICPI)-এর ওপর ভিত্তি করে এই টাকা বাড়ানো হতে পারে।
310
বছর শেষে সূচক পেশ
দেশের মূল্যবৃদ্ধির সূচক হিসাবে ধরা হয় এই সূচককে। বছর শেষ হতেই হাতে আসবে এই সূচকের তথ্য়। যার ওপর ভিত্তি করে মহার্ঘ ভাতা বাড়ানো হবে।
410
অক্টোবরে ডিএ বৃদ্ধি
অক্টোবর মাসেই মোদী সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ তিন শতাংশ করে বাড়িয়েছিল। বর্তমানে কেন্দ্র সরকারের কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পান।
510
উপকৃতের সংখ্যা
কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধির কারণে দেশে উপকৃত হন এক কোটিরও বেশি পেনশনভোগী ও সরকারি কর্মী।
610
জানুয়ারিতে ডিএ বৃদ্ধি
নরেন্দ্রী মোদী সরকার সূত্রের খবর, মূল্যবৃদ্ধির ওপর ভিত্তি করে ৩ শতাংশ ডিএ বাড়াতে পারে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারি কর্মীদের ডিএ বেড়ে হবে ৫৬ শতাংশ।
710
অক্টোবরে AICPI সূচক
অক্টোবরেই AICPI সূচক বেড়ে ১৪৪.৫ শতাংশ পৌঁছে গিয়েছিল। এই বৃদ্ধি হলে সরাসরি বেতন বাড়বে সরকারি কর্মী ও পেনশনারদের।
810
বেতন অনুযায়ী ডিএ
কেন্দ্রীয় সরকারের হিসেব অনুযায়ী যে কর্মীদের নূন্যতম বেতন ১৮০০০ টাকা তারা অতিরিক্ত ৫৪০ টাকা পাবেন। যাদের বেতন ২ লক্ষ ৫০ হাজার টাকা- তাদের ডিএ হবে ৭৫০০ টাকা।
910
অবসরপ্রাক্ত কেন্দ্র সরকারের কর্মীদের জন্য
পেনশনারদের ক্ষেত্রে এই টাকার পরিমাণ ২৭০ থেকে ৩৭৫০ টাকা হতে পারে।
1010
অষ্টম বেতন কমিশন
সম্প্রতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী অষ্টম বেতন কমিশন নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছেন, এখনও সরকারের তেমন কোনও পরিকল্পনা নেই।