DA নয়, এবার এই ভাতা বাড়ালো সরকার, জারি নয়া বিজ্ঞপ্তি, জানুয়ারি থেকে অ্যাকাউন্টে ঢুকবে অতিরিক্ত টাকা

Published : Dec 30, 2024, 03:41 PM IST

দুর্দান্ত খবর সরকারি কর্মীদের জন্য। বছর শেষ হওয়ার আগেই (Government Employees) বড় সুখবর দেওয়া হল। সম্প্রতি সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে একটি ভাতা (Allowance Hike) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এর ফলে অগুনতি সরকারি কর্মীর মুখে হাসি ফুটেছে।

PREV
112

রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

212

নতুন বছর আসার আগেই টাকা বাড়ানোর ঘোষণা করেছে রাজ্য সরকার।

312

এর ফলে এক ধাক্কায় বেতন বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের।

412

জানুয়ারি মাস থেকেই এই অতিরিক্ত টাকা ঢুকবে তাঁদের অ্যাকাউন্টে।

512

সম্প্রতি এমএসএমই বিভাগের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

612

সেখানে বলা হয়েছে, সচিবালয় বাদে অন্যান্য অধস্তন সরকারি অফিসে কর্মরত সরকারি যানবাহনের চালক এবং অ্যাটেনডেন্টদের ইউনিফর্ম ভাতা (Uniform Allowance), ইউনিফর্ম ওয়াশিং ভাতা এবং ইউনিফর্ম নবায়ন ভাতা বাড়ানো হচ্ছে।

712

নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার থেকে ইউনিফর্ম কেনার ক্ষেত্রে ৬৮০ টাকা করে নয়, বরং ১০২০ টাকা করে দেওয়া হবে।

812

সেই সঙ্গেই রেইনকোট কেনার ক্ষেত্রেও টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫০০ টাকার বদলে এবার ৭৫০ টাকা দেবে সরকার।

912

নববর্ষের প্রাক্কালে কর্মীদের (Government Employees) এই সুখবর দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

1012

শীতকালীন ইউনিফর্মের ক্ষেত্রেও ভাতা বৃদ্ধি করেছে যোগী সরকার (Government of Uttar Pradesh)।

1112

শীতকালীন ইউনিফর্মের ক্ষেত্রে ১৩১০ টাকা থেকে ভাতা বাড়িয়ে ১৯৬৫ টাকা করা হয়েছে।

1212

সেই সঙ্গেই ছাতার ভাতা ৯৬ টাকা থেকে বাড়িয়ে ১৪৪ টাকা এবং জুতোর ক্ষেত্রে ১৬৪ টাকা থেকে বৃদ্ধি করে ২৪৬ টাকা করেছে সরকার।

click me!

Recommended Stories