এক ধাক্কায় ৭ গুণ বাড়বে বেতম, পেনশন? অষ্টম বেতন কমিশনে দুর্দান্ত খবর দিতে চলেছে কেন্দ্র

Published : Apr 24, 2025, 09:47 AM IST

২০২৬ সাল থেকে নতুন ৮ম বেতন কমিশন লাগু হওয়ার ঘোষণা করেছে মোদী সরকার। স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে যে এপ্রিল থেকে বেতন বৃদ্ধির ঘোষণা হতে পারে। এবার সামনে এল বিরাট খবর।

PREV
110

নতুন পে কমিশন মানে বাড়তি বেতন থেকে শুরু করে একগুচ্ছ নতুন সুবিধা। অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার।

210

তারপর থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Government Employees) বেতন বৃদ্ধি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা।

410

সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, অষ্টম বেতন কমিশনে নিয়োগগুলি কর্মী বিভাগ (DoPT) কর্তৃক নির্ধারিত নিয়ম অনুসারে করা হবে।

510

কতটা বাড়বে বেতন, ভাতা, পেনশন?

প্রতিটি বেতন কমিশন কেবল বেতন কাঠামো পরিবর্তন করে না বরং মহার্ঘ্য ভাতা (ডিএ), ফিটমেন্ট ফ্যাক্টর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এইচআরএ অর্থাৎ বাড়ি ভাড়া ভাতার হারের উপরও সরাসরি প্রভাব ফেলে।

610

সবকিছু নির্ধারণ হয় ফিটমেন্ট ফ্যাক্টর-এর ওপর নির্ভর করে। সপ্তম বেতন কমিশন ২.৫৭ গুণক ব্যবহার করলেও অষ্টম কমিশন তা বাড়িয়ে ২.৮৫ করতে পারে। এটি বাস্তবায়িত হলে বেতন বাড়বে।

710

উদাহরণস্বরূপ, ৫০,০০০ টাকা বেসিক বেতনের কোনও কর্মচারীর বেতন বেড়ে ১,৪২,৫০০ টাকা হতে পারে।

810

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ৩০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা (HRA) এর সঙ্গে যুক্ত হলে মোট মাসিক বেতন বেড়ে দাঁড়াতে পারে প্রায় ১,৫৭,৫০০ টাকা। এছাড়া উপকৃত হবেন পেনশনভোগীরাও।

910

কবে লাগু হবে অষ্টম বেতন পে কমিশন?

এখন সকল সরকারি কর্মীর মুখে একটাই প্রশ্ন, কবে লাগু হবে অষ্টম বেতন পে কমিশন?

1010

সূত্রের খবর, ১ জানুয়ারি, ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করা হতে পারে।

click me!

Recommended Stories