- Home
- India News
- 8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সামনে এল দুর্দান্ত আপডেট, বেতনের সঙ্গে বাড়বে এগুলি
8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সামনে এল দুর্দান্ত আপডেট, বেতনের সঙ্গে বাড়বে এগুলি
8th Pay Commission Good News: কেন্দ্রীয় সরকার সূত্রের খবর অষ্টম বেতন কমিশন লাগু হলে উপকৃত হবে দেশের ৫০ লক্ষ সরকারি কর্মী আর ৬৫ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মী। তাই অষ্টম বেতন কমিশন লাগু হওয়ায় আশায় দিন গুণছেন।

অষ্টম বেতন কমিশন
কেন্দ্রীয় সরকার জানুয়ারি মাসেই অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে। অষ্টম বেতন কমিশন নিয়ে রীতিমত আশাবাদী সরকারি কর্মীরা।
সরকারি কর্মীদের সুখবর!
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর অষ্টম বেতন কমিশন লাগু হলে উপকৃত হবে দেশের ৫০ লক্ষ সরকারি কর্মী আর ৬৫ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মী। তাই অষ্টম বেতন কমিশন লাগু হওয়ায় আশায় দিন গুণছেন।
বেসিক পে
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর অষ্টম বেতন কমিশনের দেরে সংশোধিত ও পরিমার্জিত হবে কর্মীদের বেসিক পে। সংশোধিত হবে অ্য়ালোয়েন্স, মহার্ঘ ভাতা, ট্রাভেল অ্যালোয়েন্স, মেডিক্যাল অ্যালোয়েন্স , চিল্ড্রেনস এডুকেশন ও এইচআরএ।
সুবিধে কবে থেকে?
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই এই সুবিধে লাগু হতে পারে। যার কারণে সরকারি কর্মীদের সঙ্গে উপকৃত হবে অবসরপ্রাপ্তরা।
বৃদ্ধি
কেন্দ্রীয় সরকার যেসব পে - লেভেল রয়েছে, তার সবগুলি মোটামুটি ৪০ শতাংশের মত বৃদ্ধি ঘটতে পারে।
কত টাকা পাবেন?
লেভেল-১, এঁরা এখন, সপ্তম পে-কমিশনে বেসিক পাচ্ছেন ১৮ হাজার, অষ্টম পে কমিশনে সেটা এক লাফে হচ্ছে ২৬ হাজার। ৪৪ শতাংশ বৃদ্ধি। লেভেল-১৪; এঁদের এখন বেসিক পে ১ লক্ষ ৪৪ হাজার, ২০০ টাকা। এটা বেড়ে দাঁড়াচ্ছে ২ লক্ষ টাকা!৩৮.৭ শতাংশ বৃদ্ধি
বাড়বে বেতন
অষ্টম বেতন কমিশন লাগু হলে একধাক্কায় বেতন বাড়বে অনেকটা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য খুব তাড়াতাড়ি আসতে পারে সুখবর।
বাড়বে ডিএ
কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন লাগু হলে আগামী দিনে তাদের ডিএ বা মহার্ঘ ভাতাও বাড়তে পারে।
তবে লাগু হতে দেরি হতে পারে
কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর অষ্টম বেতন কমিশন আগামী বছর লাগু হওয়ার কথা থাকলেও কয়েকটি কারণে দেরি হতে পারে। সেটি লাগু হতে পারে ২০২৭ সালে। তবে সেটি কার্যকর হবে ২০২৬ সালের জানুয়ারি থেকেই।
বেতনের পরিমাণ
অষ্টম বেতন কমিশন লাগু হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম বেতন হওয়ার কথা ৫১ হাজার টাকা বা তারও বেশি।

