এই রাজ্যগুলিতে লাগু হয়ে যাচ্ছে অষ্টম বেতন কমিশন! কেন পিছিয়ে বাংলা? কবে চালু নতুন কমিশন?

Published : Jan 07, 2026, 03:16 PM IST

অষ্টম বেতন কমিশন রাজ্যগুলিতে কার্যকর হওয়ার সময়: কোটি কোটি কর্মচারী এবং পেনশনভোগী অষ্টম বেতন কমিশনের জন্য অপেক্ষা করছেন। কেন্দ্রের পর ইউপি-বিহারের মতো রাজ্যগুলিতেও বেতন-পেনশন বৃদ্ধি কার্যকর হয়। কিন্তু এতে কত সময় লাগে, বকেয়া পাওয়া যায় কি?  

PREV
114

বাংলার হাল বেহাল। ২০২৬ সাল চলে এলেও ডিএ বা সপ্তম পে কমিশন (7th Pay Commission) নিয়ে কোনো উচ্চবাচ্য নেই সরকারের। সবমিলিয়ে রাজ্য সরকারের উপর ক্ষোভ সমানে বাড়ছে সরকারি কর্মীদের। এরই মধ্যে আসন্ন বাজেট নিয়েও জল্পনা চলছে।

214

এদিকে, কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ প্রথমে কেন্দ্রীয় কর্মীদের জন্য লাগু হয়। এরপর ইউপি-বিহারের মতো রাজ্যগুলি নিজেদের আর্থিক অবস্থা বিচার করে নিজস্ব রাজ্য বেতন কমিশন গঠন করে এবং বেতন বৃদ্ধি কার্যকর করে।

314
কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ প্রথমে কেন্দ্রীয় কর্মীদের জন্য লাগু হয়। এরপর ইউপি-বিহারের মতো রাজ্যগুলি নিজেদের আর্থিক অবস্থা বিচার করে নিজস্ব রাজ্য বেতন কমিশন গঠন করে এবং বেতন বৃদ্ধি কার্যকর করে।
414
রাজ্য সরকারগুলির জন্য কেন্দ্রের মতো বেতন বৃদ্ধি বাধ্যতামূলক নয়। যেমন, কেরালায় ১১তম, কর্ণাটকে ৭ম এবং পাঞ্জাবে ৬ষ্ঠ বেতন কমিশন চলছে। তবে কেন্দ্র ও রাজ্যের বেতন কাঠামো প্রায় একই থাকে।
514
বিশেষজ্ঞদের মতে, রাজ্যের পে কমিশনের প্রক্রিয়া কেন্দ্রের মতোই। প্রথমে একটি কমিটি রিপোর্ট তৈরি করে, যা পর্যালোচনার পর রাজ্য সরকার দ্বারা কার্যকর করা হয়।
614
বেশিরভাগ ক্ষেত্রে, রাজ্যের ফিটমেন্ট ফ্যাক্টর কেন্দ্রের সমান হয়। তবে কখনও কখনও এটি কম বা বেশি হতে পারে। যেমন, ৭ম বেতন কমিশনে কেন্দ্রের ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭, কিন্তু পাঞ্জাবে ছিল ২.৫৯।
714
সাধারণত, বকেয়া পূর্ববর্তী বেতন কমিশনের মেয়াদ শেষের পরের দিন থেকে পাওয়া যায়। যেমন, উত্তরপ্রদেশে ৭ম বেতন কমিশনের মেয়াদ শেষ হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৬-এ। তাই বকেয়া ১ জানুয়ারি ২০২৬ থেকে প্রাপ্য।
814
রাজ্য সরকারগুলির উপর অষ্টম বেতন কমিশন অবিলম্বে কার্যকর করার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। সাধারণত, এটি কার্যকর হতে ৬ মাস থেকে ৩ বছর পর্যন্ত সময় লাগতে পারে, যা রাজ্যের আর্থিক অবস্থার উপর নির্ভরশীল।
914
৭ম বেতন কমিশন ২০১৬ সালে লাগু হওয়ার পর, অনেক রাজ্য এক বছরের মধ্যে এটি কার্যকর করে। তবে কিছু রাজ্যে এটি ২০২০ বা তার পরেও কার্যকর হয়। এই ধারা আগের বেতন কমিশনগুলিতেও দেখা গেছে।
1014

বাজেটে হাত উপুড় করবে বাংলা? জল্পনা তুঙ্গে

বিধানসভা ভোটের আগে আসন্ন রাজ্য বাজেটে কি নয়া বেতন কমিশনের ঘোষণা করা হবে? সেই সময় আরও একদফায় বাড়ানো হতে পারে মহার্ঘ ভাতাও! এমনটাই মনে করছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ।

1114

আসন্ন বাজেটে সপ্তম বেতন কমিশনেরও ঘোষণা হতে পারে বলে ধারণা তাঁদের। বছরের পর বছর ধরে সরকারি কর্মীদের জমে থাকা ক্ষোভ প্রশমনে বড় ঘোষণা হতে পারে বলে মনে করছে ওই অংশ।

1214

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, ২০২৪ এর পথেই হাঁটবে রাজ্য। সে বছর লোকসভা নির্বাচনের আগে বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা করা হয়েছিল। লোকসভা ভোটের আগে পরপর দু’বার মহার্ঘ ভাতা বাড়িয়েছিল রাজ্য সরকার। এবারেও কি সেই রকমই কিছু করা হবে? চর্চা তুঙ্গে।

1314

সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী ডিএ সহ একাধিক দাবি নিয়ে রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে সরাসরি বাংলার রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। ইতিমধ্যেই রাজ্যপালকে চিঠি দিয়ে রাজ্যে নতুন পে কমিশন গঠনের বিষয়ে উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

1414

সংগ্রামী যৌথ মঞ্চ অবিলম্বে সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মিটিয়ে দেওয়ার পাশাপাশি, সরকারি দপ্তরের বিপুল সংখ্যক শূন্যপদে দ্রুত নিয়োগের ব্যবস্থা করার দাবি তুলেছে। একইসাথে দীর্ঘদিন ধরে আন্দোলনরত যোগ্য চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে যাতে তাঁদের নিয়োগের ব্যবস্থা করা হয় সেই আর্জিও তোলা হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories