যোগী রাজ্যে SIR প্রথম খসড়া তালিকায় বাদ ২.৮৯ কোটি, যা বঙ্গে ৫ গুণ বেশি

Published : Jan 06, 2026, 05:41 PM IST

UP SIR: উত্তরপ্রদেশে SIR-এর প্রথম খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে যোগী রাজ্য়ে প্রায় ৩ কোটি নাম বাদ পড়েছে। যা পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই বেশি। যা নিয়ে রীতিমত অসন্তুষ্ট মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ।  

PREV
16
SIR-এক প্রথম তালিকা

তিন দফা সময়সীমা বাড়ান হয়েছিল উত্তরপ্রদেশের জন্য। কিন্তু তারপরেও শেষ রক্ষা হল না। উত্তরপ্রদেশে SIR-এর প্রথম খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে যোগী রাজ্য়ে প্রায় ৩ কোটি নাম বাদ পড়েছে। যা পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই বেশি।

26
SIR-এর নাম বাদ

উত্তরপ্রদেশে SIR-এর প্রথম খসড়া তালিকায় ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। যা পশ্চিমবঙ্গের তুলনায় প্রায় ৫ গুণ বেশি। ২০২৪ সালের তালিকা থেকে বাদ পড়েছে আড়াও কোটিরও বেশি নাম।

36
SIR-এর পরে তালিকায় নাম

২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময় উত্তরপ্রদেশের ভোটার তালিকায় ১৫ কোটি ৪৪ লক্ষ ভোটারের নাম ছিল। এনুমারেশন পর্ব শেষে প্রকাশিত খসড়া তালিকায় ঠাঁই পেয়েছে ১২ কোটি ৫৫ লক্ষ ভোটারের নাম। অর্থাৎ বাদ পড়েছে ২ কোটি ৮৯ লক্ষ। যা রাজ্যের মোট ভোটারের তুলনায় ১৮.৭০%।

46
নাম বাদের কারণ

উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক রভনীত রিনওয়া বলেছেন, বাদ পড়া নাম থেকে ৪৬ লক্ষ ২৩ হাজার মৃত ভোটার। আর রয়েছে ২৫ লক্ষ ৪৭ হাজার ডুপলিকেট বা দুই জায়গায় নাম রয়েছে এমন ভোটার। রাজ্যে অনুপস্থিত ভোটারের সংখ্যা ২ কোটি ১৭ লক্ষ। নির্বাচন কমিশন আরও জানিয়েছে খসড়া তালিকায় নাম রয়েছে এমন ১ কোটি ৪০ লক্ষ ভোটারকে নথি দেখানোর জন্য শুনানি পর্বে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

56
খসড়া তালিকা প্রকাশ

আগামী ৬ মার্চ উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। উত্তরপ্রদেশের SIR পর্বে তিনবার পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল। যা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই রাজ্যে মাত্র একবারই সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল।

66
পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা

পশ্চিমবঙ্গে খসড়া তালিকায় ৭.৬ শতাংশ ভোটার বাদ পড়েছিল। সংখ্যা হল ৫৮ লক্ষ ২০ হাজার। এই সংখ্যার তুলনায় উত্তরপ্রদেশের সংখ্যাটা অনেক বেশি। যদিও এই ঘটনা ঘটবে আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন যোগী আদিত্যনাথ। আর তিনি ঘনিষ্টদের কাছে আশঙ্কাও প্রকাশ করেছেন। এই রাজ্য নির্বাচন ২০২৭ সালে।

Read more Photos on
click me!

Recommended Stories