উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক রভনীত রিনওয়া বলেছেন, বাদ পড়া নাম থেকে ৪৬ লক্ষ ২৩ হাজার মৃত ভোটার। আর রয়েছে ২৫ লক্ষ ৪৭ হাজার ডুপলিকেট বা দুই জায়গায় নাম রয়েছে এমন ভোটার। রাজ্যে অনুপস্থিত ভোটারের সংখ্যা ২ কোটি ১৭ লক্ষ। নির্বাচন কমিশন আরও জানিয়েছে খসড়া তালিকায় নাম রয়েছে এমন ১ কোটি ৪০ লক্ষ ভোটারকে নথি দেখানোর জন্য শুনানি পর্বে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।