বেতন কমিশনের জন্য অপেক্ষায় আছেন ৫০ লক্ষ কর্মচার এবং ৬৯ লক্ষ পেনশভোগীরা। তবে, এখনও চূড়ান্ত হয় পে কমিশন। এরই মাসে বর্তমানে আলোচনায় উঠে এসেছে বকেয়া বা এরিয়ার। জানা গিয়েছে, বেতন কমিশন যবেই গঠিত হোক না কেন, তা কার্যকর হবে ১ জানুয়ারি থেকে। অর্থাৎ পুরো টাকা মিলবে এরিয়ার হিসেবে।