8th Pay Commission: বেতন কমিশন কার্যকর হলে কত টাকা এরিয়ার পাবেন কেন্দ্রীয় কর্মীরা? প্রকাশ্যে বড় চমক

Published : Jan 15, 2026, 12:01 PM IST

কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীরা ২০২৫ সাল থেকে অষ্টম বেতন কমিশনের জন্য অপেক্ষা করছেন, যা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। এখনও কোনও চূড়ান্ত খবর নেই, তবে কর্মীরা ১ জানুয়ারি ২০২৬ থেকে বকেয়া বা এরিয়ার পাবেন বলে জানা গিয়েছে। 

PREV
15

২০২৫ সাল থেকে আশায় আছেন কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীরা। গতবছর ঘোষণা হয়েছে অষ্টম বেতম কমিশনের কথা। ২০২৬-র জানুয়ারি থেকে তা কার্যকর করার কথা। কিন্তু, এখনও মেলেনি কোনও নিশ্চিত খবর। এদিকে আবার শোনা যাচ্ছে বেতন কমিশন কার্যকর হওয়ার আগেই বাড়তে পারে ডিএ।

25

জানা গিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশনের শর্তাবলী বা টার্মস অফ রেফারেন্স অনুমোদন করে। এর অর্থ হল কমিশন এখন বেতন কাঠামো অধ্যয়ন করবে এবং সরকারের কাছে তার সুপারিশ জমা দেবে।

35

সাধারণত প্রতি ১০ বছর অন্তর গঠিত হয় পে কমিশন। ১০ বছর অন্তর বেতন বৃদ্ধি হয় সরকারি কর্মীদের। বাড়ে পেনশনও। এছাড়াও প্রতি বছর ২ বার করে মেলে ডিএ। পুরনো রীতি মেনে এই বছর অর্থাৎ ২০২৬ সালে ১ জানুয়ারি নতুন কমিশন কার্যকর হওয়ার কথা। এই পে কমিশন নিয়ে বর্তমানে কাজ হলেও এখনও তা চূড়ান্ত হয়নি।

45

বেতন কমিশনের জন্য অপেক্ষায় আছেন ৫০ লক্ষ কর্মচার এবং ৬৯ লক্ষ পেনশভোগীরা। তবে, এখনও চূড়ান্ত হয় পে কমিশন। এরই মাসে বর্তমানে আলোচনায় উঠে এসেছে বকেয়া বা এরিয়ার। জানা গিয়েছে, বেতন কমিশন যবেই গঠিত হোক না কেন, তা কার্যকর হবে ১ জানুয়ারি থেকে। অর্থাৎ পুরো টাকা মিলবে এরিয়ার হিসেবে।

55

ধরুন একজন কর্মীর মাসিক বেতন ৪০ হাজার। তা হয়তো বৃদ্ধি পেতে হবে ৫০ হাজার। অর্থাৎ মাসে বাড়ছে ১০ হাজার করে। যদি কমিশন গঠিত হয় ২০২৭ সালের মে মাসে, তাহলে জানুয়ারি ২০২৬ থেকে টাকা মিলবে এরিয়ের হিসেবে। অর্থাৎ ১০ হাজার করে ১৭ মাসের টাকা মানে ১ লক্ষ ৭০ হাজার টাকা পাবেন সেই কর্মী।

Read more Photos on
click me!

Recommended Stories