খারাপ খবর! অপেক্ষা হবে আরও দীর্ঘায়িত, অষ্টম বেতন কমিশন নিয়ে সামনে এল নতুন খবর
অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে জল্পনা থাকলেও এখনও কোনও নিশ্চিত খবর মেলেনি। পূর্ববর্তী পে কমিশনগুলির উদাহরণ টেনে মনে করা হচ্ছে, এর গঠন ও সুপারিশ কার্যকর হতে ২০২৭ বা ২০২৮ সাল পর্যন্ত সময় লাগতে পারে। যদিও এটি কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৬ থেকে।

গতবছর থেকে খবরে অষ্টম বেতন কমিশন। ফেব্রুয়ারি থেকে ঘোষণা হয়েছিল অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার কথা। মোদী সরকার ঘোষণা করেছিল এই কথা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে তা কার্যকর করার কথা। কিন্তু, আজ মাসের ৫ তারিখ হলেও কোনও খবর আসেনি।
প্রতি ১০ বছর অন্তর গঠিত হয় পে কমিশন। শেষ ২০১৬ সালে সপ্তম পে কমিশন গঠিত হয়েছিল। সেই অনুসারে, ২০২৬ সালে ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার কথা। তবে, এবার প্রকাশ্যে এল নয়া তথ্য। খারাপ খবর শোনা গেল অষ্টম পে কমিশন নিয়ে। শোনা যাচ্ছে, আরও ধৈর্য ধরতে হবে।
নিয়ম হল কমিশন আনুষ্ঠানিকভাবে গঠিত হওয়ার পরে, তার রিপোর্টসমূহ জমা দেওয়ার পরে এবং সরকার সুপারিশগুলো গ্রহণ এবং অবহিত করার পরেই বেতন বৃদ্ধি কার্যকর করবে। আর বর্তমান পরিস্থিতির ভিত্তিতে অনেকেই মনে করছেন এই কাজ সম্পন্ন হতে ২০২৭ সালও ছাড়িয়ে যেতে পারে।
এর আগেও দেখা গিয়েছে, একটি পে প্যনেল চালু হতে দুই থেকে তিন বছর সময় লেগেছে। ষষ্ঠ কমিশনের সময় ২০০৬ সালে গড়া হয়েছিল প্যানেল। কমিশন সরকারের কাছে রিপোর্ট ২০০৮ সালে জমা দেয়। তারপর ২০০৮ থেকে তা লাগু হয়। সপ্তম পে কমিশনের ক্ষেত্রেও তা প্রায় ৩ বছর সময় লেগেছিল।
তবে, আপাতত অষ্টম বেতন কমিশন নিয়ে কোনও নিশ্চিত খবর মেলেনি। আশা করা হচ্ছে, ২০২৭ সালের শেষর দিকে বা ২০২৮ সালের গোড়া থেকে বর্ধিত বেতন হাতে পাবেন সরকারি কর্মীরা। তবে, তা কার্যকর হবে ১ জানুয়ারি থেকে। অর্থাৎ পুরো টাকা মিলবে এরিয়ার হিসেবে।

