8th pay commission: খারাপ খবর, ২০২৬-এ বাড়ছে না কেন্দ্রীয় কর্মীদের বেতন ও পেনশন, বিরাট ঘোষণা

Published : Feb 05, 2025, 08:38 AM IST

অষ্টম বেতন কমিশন গঠনের পরেও ২০২৬ সালে কেন্দ্রীয় কর্মীদের বেতন বৃদ্ধি না হওয়ার সম্ভাবনা। বেতন কমিশনের রিপোর্ট জমা দেওয়া এবং পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হতে দীর্ঘ সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

PREV
110

খারাপ খবর কেন্দ্রীয় কর্মীদের জন্য। ২০২৬-এ বাড়ছে না কেন্দ্রীয় কর্মীদের বেতন ও পেনশন।

210

কদিন আগেই অষ্টম পে কমিশন করে মোদী সরকার। এর দ্বারা সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের আয় বাড়বে।

310

গণনা বলছে বেসিক হবে প্রায় ৫১,৫০০। তেমনই ন্যূনতম পেনশন হবে ২৫০০০ টাকা ।

410

এবার খারাপ খবর এল অষ্টম পে কমিশন নিয়ে। শোনা যাচ্ছে, ২০২৬ সালে বাড়বে না বেতন।

510

মোদী সরকার গত মাসে বাজেটের আগে অষ্টম পে কমিশন ঘোষণা করেছিলেন। এবং জানান প্যানেল সদস্য শীঘ্রই নিয়োগ হবে।

610

সেই মতো ২ সদস্য এবং এক চেয়ারম্যান সহ প্যানেল গঠিত হবে। শোনা যাচ্ছে, আগামী বছর গঠিত হবে এই প্যানেল।

710

এই প্যানেলের সদস্যরা রিপোর্ট জমা দিলে শুরু হবে হিসেব নিরেশ। দীর্ঘ পথ অতিক্রম করার পক বাড়বে বেতন।

810

ফলে, অষ্টম পে কমিশন কার্যকরী হতে এখন ঢের দেরি বলে মনে করছেন সকলে।

910

এদিকে এবছর বাজেটে অষ্টম পে কমিশন নিয়ে আলাদা কোনও ঘোষণা না হওয়ায় অষ্টম পে কমিশন গঠনে সময় লাগবে বলে বিশেষজ্ঞের ধারণা।

1010

অষ্টম পে কমিশন কার্যকর হলে ১৮৬ শতাংশ বাড়বে মূল বেতন। এর দ্বারা উপকৃত হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশন ভোগীরা।

click me!

Recommended Stories