খারাপ খবর কেন্দ্রীয় কর্মীদের জন্য। ২০২৬-এ বাড়ছে না কেন্দ্রীয় কর্মীদের বেতন ও পেনশন।
কদিন আগেই অষ্টম পে কমিশন করে মোদী সরকার। এর দ্বারা সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের আয় বাড়বে।
গণনা বলছে বেসিক হবে প্রায় ৫১,৫০০। তেমনই ন্যূনতম পেনশন হবে ২৫০০০ টাকা ।
এবার খারাপ খবর এল অষ্টম পে কমিশন নিয়ে। শোনা যাচ্ছে, ২০২৬ সালে বাড়বে না বেতন।
মোদী সরকার গত মাসে বাজেটের আগে অষ্টম পে কমিশন ঘোষণা করেছিলেন। এবং জানান প্যানেল সদস্য শীঘ্রই নিয়োগ হবে।
সেই মতো ২ সদস্য এবং এক চেয়ারম্যান সহ প্যানেল গঠিত হবে। শোনা যাচ্ছে, আগামী বছর গঠিত হবে এই প্যানেল।
এই প্যানেলের সদস্যরা রিপোর্ট জমা দিলে শুরু হবে হিসেব নিরেশ। দীর্ঘ পথ অতিক্রম করার পক বাড়বে বেতন।
ফলে, অষ্টম পে কমিশন কার্যকরী হতে এখন ঢের দেরি বলে মনে করছেন সকলে।
এদিকে এবছর বাজেটে অষ্টম পে কমিশন নিয়ে আলাদা কোনও ঘোষণা না হওয়ায় অষ্টম পে কমিশন গঠনে সময় লাগবে বলে বিশেষজ্ঞের ধারণা।
অষ্টম পে কমিশন কার্যকর হলে ১৮৬ শতাংশ বাড়বে মূল বেতন। এর দ্বারা উপকৃত হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশন ভোগীরা।
Sayanita Chakraborty