DA Hike: দীর্ঘ টানাপোড়ের পর ৪ শতাংশ ডিএ ঘোষণা করল সরকার, টাকা ঢুকবে মার্চ মাসে

Published : Feb 04, 2025, 07:05 PM IST

ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘ দিন ধরেই টানাপোড়েন চসছে। তারই মধ্যে এল সুখবর। শেষপর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে সরকার। 

PREV
110
সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য

ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘ দিন ধরেই টানাপোড়েন চসছে। তারই মধ্যে এল সুখবর। শেষপর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে সরকার।

210
ডিএ বৃদ্ধি

ফেব্রুয়ারি মাসের শুরুতেই রাজ্যে সরকার কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে তাক লাগিয়ে দিয়েছে সরকার। প্রায় ৪ শতাংশ ডিএ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

310
টাকা ঢুকবে ব্যাঙ্কে

রাজ্য সরকার জানিয়েছে খুব তাড়াতাড়ি বর্ধিত টাকা ঢুকবে ব্যাঙ্কে

410
কাদের ডিএ বৃদ্ধি

ডিসেম্বর মাসেই রাজ্যের সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ আব ডিআর বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫৩ শতাংশ করা হয়েছে।

510
এবার টাকা বাড়ল

গুজরাট সরকার এবার গুজরাট স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করল।

610
৪ শতাংশ বৃদ্ধি

এতদিন গুজরাট স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মচারীরা ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন। এবার চার শতাশ বাড়ান হল তাদের মহার্ঘ ভাতা। অর্থাৎ ৫০ শতাং হারে ডিএ পাবেন।

710
টাকা পাবেন কবে

গুজরাট সরকার জানিয়েছে আগামী মার্চ মাস থেকেই বর্ধিত ডিএ পেতে পারেন সরকার কর্মীরা।

810
খুশি সরকারি কর্মীরা

গুজরাট সরকারের এই সিদ্ধান্তে খুশি রাজ্যের সরকারি কর্মীরা।

910
এই রাজ্যে ডিএ

এই রাজ্যের সরকারি কর্মীদের জন্য এখনও পর্যন্ত কোনও সুখবর নেই। তবে বাজেটে ডিএ ঘোষণা হতে পরে বলে আশায় রয়েছেন

1010
কেন্দ্র রাজ্য ফারাক

বর্তমানে এই রাজ্যের সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রের সরকারি কর্মীদের ডিএর ফারাক রয়েছে প্রায় ৩৯ শতাংশ।

click me!

Recommended Stories