২০২৬ সালে আসছে না অষ্টম বেতন কমিশন? কর্মীদের হতাশ করে খুব খারাপ খবর দিল কেন্দ্র

Published : Feb 04, 2025, 03:25 PM ISTUpdated : Feb 04, 2025, 04:08 PM IST

পরের বছর লাগু হবে না অষ্টম বেতন কমিশন? কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য খুব খারাপ শোনাল কেন্দ্রের মোদী সরকার। যে আপডেট পাওয়া যাচ্ছে, তাতে জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের কর্মীরা হয়ত বর্ধিত বেতন পাবেন না।

PREV
112

বছরের শুরু থেকেই নয়া বেতন কমিশনের দাবি তুলছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

212

এর মূল কারণ ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর মেয়াদ শেষ হতে চলেছে সপ্তম পে কমিশনের।

312

সেই আশা পূরণ করে জানুয়ারি মাসেই অষ্টম বেতন কমিশন গঠনের জন্য মঞ্জুরি দিয়েছে কেন্দ্রীয় সরকার।

412

যার ফলে ১ কোটিরও বেশি কর্মী ও পেনশনভোগীরা উপকৃত হবেন।

512

কিন্তু এবার জানা যাচ্ছে ১ লা জানুয়ারি ২০২৬ থেকে নয়া বেতন কমিশন চালু হওয়ার সম্ভাবনা কম।

612

বিগত ১৬ই জানুয়ারি ক্যাবিনেট বৈঠকের পরেই সুখবর দেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

712

অষ্টম বেতন কমিশনের মঞ্জুরি দেওয়াতে দ্রুত ২ সদস্যের একটি প্যানেল গঠন করা হবে বলেও জানা যায়। যারা গতবছরের শুরুর দিকেই রিপোর্ট দেবে ফলে ১ লা জানুয়ারি ২০২৬ থেকেই নয়া কমিশন লাগু হবে।

812

এমনটাই আশা ছিল কর্মী ও পেনশনভোগীদের। তবে এই আশা আদৌ কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

912

মাসের শুরুতে ইউনিয়ান বাজেট ২০২৫ সামনে আনেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু তার বাজেট ভাষণে কোথাও সরকারের ২০২৬-২৭ সালে বেতন ও পেনশন সংক্রান্ত খরচ যে বাড়বে তার কোনো উল্লেখ নেই।

1012

এই ঘটনার প্রেক্ষিতেই বিশেষজ্ঞদের ধারণা ২০২৬ সালেই চালু হবে না নয়া বেতন কমিশন। এর জন্য বেশি কিছুটা দেরি হতে পারে।

1112

নতুন কমিশনের জন্য যে প্যানেল তৈরি হবে তা থেকে রিপোর্ট পেতে ও সেটার ফাইনালাইজেশন হতে কম করে এক বছর অপেক্ষা করতে হবে বলেই জানা যাচ্ছে মানি কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী।

1212

কারণ শেষবার সপ্তম পে কমিশন গঠনের আগেও রিপোর্ট তৈরী করতে ১৮ মাস সময় লেগেছিল।

click me!

Recommended Stories