CBSC বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সামনেই! কীভাবে পাবেন এডমিট কার্ড

বোর্ড এর তরফ থেকে জানানো হয়েছে লিঙ্ক থেকে পরীক্ষার যাবতীয় তথ্য পেয়ে যাবেন পড়ুয়ারা।

Deblina Dey | Updated : Feb 04 2025, 02:14 PM IST
18

সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে।

28

১৫ থেকে শুরু করে দশম শ্রেনীর পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ এবং দ্বাদশ শ্রেনীর পরীক্ষা শেষ হবে ৪ এপ্রিল।

38

৩ ফেব্রুয়ারি সিবিএসই বোর্ড এই দুটি শ্রেনীর অ্যাডমিড কার্ড প্রকাশ করেছে।

48

পড়ুয়ারা সিবিএসই-এর ওয়েবসাইট cbsc.gov.in-এই লিঙ্ক থেকে অ্যাডমিড কার্ড-এর বিস্তারিত তথ্য মিলবে।

58

নির্দিষ্ট দিন অনুসারে পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে দশটা থেকে।

68

বোর্ড এর তরফ থেকে জানানো হয়েছে cbsc.gov.in-এই লিঙ্ক থেকে পরীক্ষার যাবতীয় তথ্য পেয়ে যাবেন পড়ুয়ারা।

78

সেখান থেকে প্রয়োজনে সরাসরি ডাইনলোডও করতে পারবেন। তবে নথি সংগ্রহের জন্য অবশ্যই স্কুলে যেতে হবে।

88

এই বছর আট হাজার স্কুলের প্রায় ৪৪ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos