এবার আসছে অষ্টম বেতন কমিশন
সপ্তম বেতন কমিশনের শেষে এবার অষ্টম বেতন কমিশন বহুদিন ধরেই চর্চিত PRP-কে বাস্তব রূপ দেওয়ার দিকে এগোচ্ছে। অর্থাৎ, আপনি যদি ভাল কাজ করেন এবং সময়মতো দায়িত্ব পালন করেন, তাহলে অতিরিক্ত বোনাস পাবেন। আর যারা শুধুমাত্র সময় কাটাতে অফিসে যান, তাদের জন্য থাকছে আগের নিয়মেই বেতন।