নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘আজ যখন আমরা জাতির সেবায় ৯ বছর পূর্ণ করছি, তখন আমি নম্রতা এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ।’
২৬ মে, ২০১৪ তারিখে প্রথমবার ভারতে কেন্দ্র শাসকের আসনে অবতীর্ণ হন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। শাসনকালের প্রথমভাগে তাঁকে ভারতের সবথেকে ‘স্মার্ট’ প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করেছিল গোটা দেশ। সেই প্রধানমন্ত্রী আবার দেশের প্রধান নেতার আসনে ফিরে আসেন ২০১৯ সালের ৩০ মে তারিখে। ২০২৩ সালের মে মাসে এসে ভারতে ‘মোদী’ জমানার ৯ বছর পূর্তি হল। সমগ্র বিজেপির পক্ষ থেকে তথা, শাসনতন্ত্রের অধিনায়কের পদ থেকে মঙ্গলবার দেশবাসীর হয়ে পুনর্বার লড়াই করে যাওয়ার বার্তা দিলেন নমো।
নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “আজ যখন আমরা জাতির সেবায় ৯ বছর পূর্ণ করছি, তখন আমি নম্রতা এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ। এতদিন ধরে নেওয়া প্রত্যেকটি সিদ্ধান্ত, গৃহীত প্রতিটি পদক্ষেপ, মানুষের জীবনকে উন্নত করার ইচ্ছা নিয়েই পরিচালিত হয়েছে। উন্নত ভারত গড়ে তুলতে আমরা আরও কঠোর পরিশ্রম করে যাব।”
মোদী সরকারের শাসনকালের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে ৩০ মে, মঙ্গলবার থেকে সারা ভারত জুড়ে টানা এক মাস ধরে একটি ‘বিশেষ সংযোগ প্রচার’ কর্মসূচি পালন করার পরিকল্পনা করেছে বিজেপি। দলের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, ‘জাতিই প্রথম’, এই মন্ত্র নিয়ে দেশটি বিগত নয় বছরে প্রত্যেকটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী থেকেছে। ‘সরকারের সর্বাত্মক উন্নয়নের কারণে সারা বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা মনে করেন যে একুশ শতকটি ভারত থেকে এসেছে।’
আরও পড়ুন-
দাউদাউ করে জ্বলছে মণিপুর! ৪ দিনের সফরে রাজ্যে গিয়েই জরুরি বৈঠকে অমিত শাহ
কেন নিম্নবর্গীয় হিন্দু থেকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন অসমের ‘নানকার কিরণ’-রা?