মাতালকে আরও মদ বিক্রি করতে নারাজ দোকানি, সোজা পুলিশে অভিযোগ যুবকের

  • মাতালকে আরও মদ বিক্রি করতে অস্বীকার  দোকানির 
  • ক্ষুব্ধ যুবক সোজা  ফোন করল  স্থানীয় পুলিশকে
  • তাঁকে মদ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ জানান
  • ওই মদের দোকান যুবকের দাদুর ছিল 

Tamalika Chakraborty | Published : Nov 22, 2019 9:36 AM IST

মদ্যপান করে তিনি মাতাল অবস্থায় রয়েছেন। সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছেন না।  গলা জড়িয়ে যাচ্ছে। কিন্তু মদ্যপানের  ইচ্ছা যে কিছুতেই মিটছে না।  মদের দোকানে গেলেন ওই ব্যক্তি  মদ কিনতে। কিন্তু দোকান থেকেই সাফ ইনকার করে দিয়েছে। এত বড় সাহস। নিজের টাকা দিয়ে মদ কিনবেন, কিন্তু দোকানদার দেবেন না। সোজা ফোন করলেন  পুলিশের জরুরি পরিষেবা ১০০ ডায়ালে। জানিয়ে দিলেন নালিশ। বর্তমানে ওই মদ্যপ ব্যক্তির নালিশই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। মজা লুঠছেন নেটিজেনরা। 

মদ্যপ ব্যক্তির নাম সচিন। তিনি পুলিশের কাছে অভিযোগ করেছেন, টাকা দেওয়ার পরেও তাঁকে মদ দেওয়া হচ্ছে না।  সম্প্রতি পুলিশের কাছে সচিনের নালিশের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।  সেখানে তিনি বিস্তারিতভাবে বিবরণ দিচ্ছেন কেন তাঁকে দোকানদার মদ দিচ্ছেন না।  এরপর পুলিশ ও কৌতুহল জনতা একের পর এক প্রশ্ন করে গিয়েছে। সব প্রশ্নের তিনি ঠিক ঠিক জবাব দিয়েছেন। 

Latest Videos

পুলিশ জানতে পেরেছে, মদের দোকানটি সচিনের দাদুর।  কিন্তু সচিন নিজেকে ওই দোকানের মালিক বলে মনে করেন। তাই নিজের দোকানে গিয়ে মদ চান। কিন্তু দাদু তা অস্বীকার করাতেই যত বিপত্তি নেমে আসে। সচিনের পুলিশের কাছে দাবি কী? সচিন পুলিশের কাছে দাবি করেন, তাঁকে যেন দোকান থেকে একটা বোতল মদ এনে দেওয়া হয়। যখন পুলিশের কাছে কথাগুলো বলছিল, সচিনের মুখ থেকে হু হু করে মদের গন্ধ বের হচ্ছিল। এই প্রশ্নের উত্তরে তিনি সাফ জানিয়ে দেন, অন্য  দোকান থেকে তিনি আগেই মদ খেয়ে এসেছেন। কিন্তু বর্তমানে তার আরও মদের প্রয়োজন। 

Share this article
click me!

Latest Videos

ঠাকুর দেখার নাম করে যুবতীর সঙ্গে কুকর্ম! আতঙ্ক নরেন্দ্রপুরে! | South 24 Parganas News Today
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
'পাথর নিয়ে হামলাকারীদের জন্নত নয়, জাহান্নামে পাঠিয়েছি' বিস্ফোরক যোগী আদিত্যনাথ | Yogi Aditiyanath
ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News
'আমাদের নাম কেটে যাদের পাকা বাড়ি আছে তাদের আবাসের বাড়ি দিচ্ছে' দুর্নীতির অভিযোগ | Purba Bardhaman