Lion: তিরুপতির চিড়িয়াখানায় সিংহের সঙ্গে সেলফি নেওয়ার চেষ্টা, থাবার কবলে পড়ে মৃত যুবক

দেশের সব চিড়িয়াখানাতেই পশু-পাখিদের বিরক্ত না করার নির্দেশিকা থাকে। কিন্তু অনেকেই সেই নির্দেশ না মেনে পশু-পাখিদের উত্যক্ত করে। এর ফলে বিপত্তিও ঘটে।

প্রায়৩ দশক আগে আলিপুর চিড়িয়াখানায় শিবা নামে একটি বাঘের গলায় মালা পরিয়ে দিতে গিয়ে তার থাবার আঘাতে প্রাণ হারান এক ব্যক্তি। এবার একই ধরনের ঘটনা দেখা গেল অন্ধ্রপ্রদেশের তিরুপতি চিড়িয়াখানায়। সিংহের জন্য নির্দিষ্ট জায়গায় গিয়ে সেলফি নেওয়ার চেষ্টা করছিলেন এক ব্যক্তি। সিংহের হামলায় তাঁর প্রাণ গেল। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃত যুবকের নাম প্রহ্লাদ গুজ্জর। তাঁর বয়স ৩৪ বছর। এই যুবক রাজস্থানের আলোয়ার জেলার বাঁসুর পুরসভা অঞ্চলের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই যুবক একাই চিড়িয়াখানায় গিয়ে সিংহের সঙ্গে সেলফি নেওয়ার চেষ্টা করেন। এর ফলে তাঁকে প্রাণ হারাতে হল।

সেলফির নেশায় মৃত যুবক

Latest Videos

শ্রী ভেঙ্কটেশ্বরা জুলজিক্যাল পার্কের আধিকারিক ও কর্মীরা জানিয়েছেন, মৃত যুবক চিড়িয়াখানায় টিকিট কেটেই প্রবেশ করেন। শুরু থেকেই বারবার নিয়ম লঙ্ঘন করছিলেন তিনি। এরপর সিংহের জন্য নির্ধারিত জায়গায় গিয়ে সেলফি নেওয়ার চেষ্টা করেন। চিড়িয়াখানার নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে প্রাচীর টপকে যান প্রহ্লাদ। ওই জায়গায় শুধু চিড়িয়াখানার কর্মী ও চিকিৎসকরাই যান। সেখানে গিয়েই সিংহের আক্রমণের মুখে পড়েন এই যুবক।

ডোঙ্গলপুরের হামলায় মৃত যুবক

যে সিংহের হামলায় প্রহ্লাদের মৃত্যু হয়েছে, সেই সিংহটির নাম ডোঙ্গলপুর। এই ঘটনার বিষয়ে চিড়িয়াখানার কিউরেটর সি সেলভম জানিয়েছেন, ‘আমাদের কর্মীরা দেখতে পান, প্রহ্লাদ গুজ্জর নামে ওই যুবক সিংহের জন্য নির্দিষ্ট জায়গায় অনুপ্রবেশের চেষ্টা করছেন। তাঁকে সাবধান করা হয়। কিন্তু শেষরক্ষা করা সম্ভব হয়নি। এই যুবক ৬ ফুট উঁচু প্রাচীর টপকে সিংহের জায়গায় লাফিয়ে পড়েন। তিনি সিংহের সঙ্গে সেলফি নেওয়ার চেষ্টা করেন। সিংহের আক্রমণে তাঁর মৃত্যু হলেও, তাঁর শরীরের কোনও অংশেই সরাসরি আঘাত করেনি সিংহ। এই যুবকের মাংস খায়নি সিংহ। সে শুধু এই যুবকের ঘাড় ধরে টেনে নিয়ে গিয়েছিল। তাতেই মৃত্যু হয়।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Alipore Zoo: ব্যাটারি চালিত গাড়ি থেকে শুরু করে সিংহ-পেঙ্গুইন, ৪৮ দিনের চিড়িয়াখানায় একের পর এক চমক!

Alipore Zoo: শীতকাল পিছু হটতেই আলিপুর চিড়িয়াখানা ফিরছে পুরনো নিয়মে, ফেব্রুয়ারির শুরু থেকেই এসেছে বদল

ইউভানকে নিয়ে চিড়িয়াখানা সফরে শুভশ্রী, পিকনিক মুডে ধরা দিলেন মা ও ছেলে

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury