বিনোদ কাপ্রি জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় শ্যুট করা হয়েছিল ভিডিওটি। তরুণকে তিনি খাঁটি সোনা হিসেবেই বর্ণনা করেছেন। তিনি আরও জানিয়েছেন ১৯ বছরের প্রদীপ মেহরা (Pradeep Mehara) ওই রাতে ১০ কিলোমিটার দৌড়ানোর প্রতিজ্ঞা করেছিলেন।
রবিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করার মাত্র কয়েক ঘণ্টায় মধ্যেই ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে দিল্লির (Delhi) কাছে নয়ডার ঝাঁ চলচকে রাস্তায় এক তরুণ ছুটে চলেছে। এক গাড়ির চালক তাঁকে বারবার লিফটের প্রস্তাব দেওয়ায় তিনি তা ফিরিয়ে দিয়েছেন। গাড়িতে ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও লেখক বিনোদ কাপ্রি (Vinod Kapri)। তিনিও গাড়িতে বসে ভিডিওটি শ্যুট করেছেন। আর তা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর নিমেষেই তা ভাইরাল (Viral) হয়ে যায়।
বিনোদ কাপ্রি জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় শ্যুট করা হয়েছিল ভিডিওটি। তরুণকে তিনি খাঁটি সোনা হিসেবেই বর্ণনা করেছেন। তিনি বলেছেন, তিনি আরও জানিয়েছেন ১৯ বছরের প্রদীপ মেহরা (Pradeep Mehara) ওই রাতে ১০ কিলোমিটার দৌড়ানোর সঙ্কল্প করেছিলেন। শুধু এই দিন নয়। এটাই প্রদীপের নিত্যদিনের রুটিন। তাই প্রদীপ বারবার তার লিফটের প্রস্তাব প্রত্যাখান করেন। বিনোদ আরও জানিয়েছেন, প্রদীপ ম্যাকডোনাল্ডের কর্মী। শিফট শেষ হওয়ার পর বাড়ি ফিরছিল। সেইসময়ই সে ছুটে ছুটে যাচ্ছিল। রাস্তাতেই প্রদীপের সঙ্গে দেখা তাঁর।
বিনোদ জানিছেন, গাড়িতে বসেই ভিডিওটি শ্যুট করেছিলেন তিনি। একাধিকবার লিফটের প্রস্তাব দেওয়া সস্ত্বেও প্রদীপ তা ফিরিয়ে দিয়েছে। জানিয়েছে রাতের শহরে ছুটতে তার ভালো লাগে। প্রদীপ অন্যসময় এভাবে ছোটার সময় পান না। তাই রাতকেই বেছে নিয়েছেন নিজের ইচ্ছে পুরণের জন্য। প্রদীপ আরও জানিয়েছেন আগামী দিনে সেনা বাহিনীতে যোগ দিতে চান। তাই জন্য শরীরচর্চা তার কাছে জরুরি।
প্রদীপে সঙ্গে স্বল্প আলাপে কথা বলার সময়ই বিনোদ কাপ্রি জেনে নিয়েছেন তাঁর দিনভর তার ব্যস্ততার কথা। প্রদীপ সকাল ৮টায় ঘুম থেকে ওঠে। কাজে যাওয়ার আগে সে নিজের রান্না নিজেই করে। উত্তরাখণ্ডের বাসিন্দা প্রদীপ। কাজের জন্য নয়ডার সেক্টর ১৬তে ভাইয়ের সঙ্গে থাকেন। কিন্তু রোজকার ব্যস্ত সিডিউলে তিনি প্রতিদিন রাতে ১০ কিলোমিটার ছোটেন।
প্রদীপ-বিনোদের কথাবার্তায় জানা যায় প্রদীপের মা অসুস্থ। হাসপাতালে ভর্তি। তাঁর চিকিৎসার জন্যও টাকা পাঠাতে হয় তাঁকে। ভিডিওতে দেখা যাচ্ছে কথাবার্তায় সময় প্রদীপ হাসতে হাসতেই জানিয়ে এই ক্লিপটি যদি ভাইরাল হয়ে যায় তাহলে সকলেই তাঁকে চিনে যাবে। একই সঙ্গে চলচ্চিত্র নির্মাতার ডিনারের আমন্ত্রণতো প্রদীপ ফিরিয়ে দিয়েছে তার ভাইয়ের সঙ্গে একসঙ্গে খাবে বলে।
বিনোদ কাপ্রি ১৯ বছরের প্রদীপ মেহরার দৃঢ়় মানসিকতার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, কঠিন পরিস্থিতিতে কোনও প্রলোভনের সামনে মাথা নত করতে রাজি নন এই তরুণ। ভিডিওটি বিনোদ তার সোশ্যাল মিডিয়া পেজ থেকে শেয়ার করার মাত্র পাঁচ ঘণ্টা পরই ৩.৮ মিলিয়ন ভিউ সংগ্রহ করেছে। দেড় লক্ষেরও বেশি মানুষ পছন্দ করেছে প্রদীপকে।
যোগীর শপথে উত্তর প্রদেশে বসতে চলেছে চাঁদের হাট, মোদীর সঙ্গেই মঞ্চে দেখা যেতে পারে সনিয়াকে
মাত্র ১৫ হাজার টাকার নামি ব্র্যান্ডেড ফোনে দুর্দান্ত ফিচার, ফোন কেনার আগে দেখে নিন কোনগুলি আপনার চাই
রুশদের কাছে আত্মসমর্পণ করবে না মারিউপোল, মৃত্যুর প্রহল গুণছে শহরের ৪ লক্ষ ইউক্রেনীয় জীবন