সংক্ষিপ্ত

যোগীর শপথ গ্রহণ অনুষ্ঠানে রীতিমত চাঁদের হাট বসাতে চাইছে বিজেপি। কারণ দীর্ঘ তিরিশ বছর পর উত্তর প্রদেশের সমনদে পরপর দ্বিতীয় বার কোনও দল বসেছে। এমনিতেই ভোটের আগে থেকেই বিজেপি উত্তর প্রদেশের নির্বাচনকে আগামী লোকসভা নির্বাচনের সেমিফাইলান হিসেবে দেখেছে।

আগামী ২৫ মার্চ দ্বিতীয়বার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী (UP CM) হিসেবে শপথ (Oath) গ্রহণ করবেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। উত্তর প্রদেশে বিরোধীদের ধরাসায়ী করে জয় হাসিল করেছে বিজেপি (BJP)। তাই যোগীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে রীতিমত বর্ণাঢ্য। সূত্রের খবর যোগী আদিত্যনাথের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narandra Modi)। থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। সূত্রের খবর যোগীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানান হতে পারে প্রতিপক্ষ  কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও বহুজন সমাজপার্টির নেত্রী মায়াবতীকে। যদিও মায়াবতী উত্তর প্রদেশ নির্বাচনে ভোটে দাঁড়াননি। 

সূত্রের খবর যোগীর শপথ গ্রহণ অনুষ্ঠানে রীতিমত চাঁদের হাট বসাতে চাইছে বিজেপি। কারণ দীর্ঘ তিরিশ বছর পর উত্তর প্রদেশের সমনদে পরপর দ্বিতীয় বার কোনও দল বসেছে। এমনিতেই ভোটের আগে থেকেই বিজেপি উত্তর প্রদেশের নির্বাচনকে আগামী লোকসভা নির্বাচনের সেমিফাইলান হিসেবে দেখেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আগে উত্তর প্রদেশ জয় তাই গেরুয়া শিবিরেরের কাছে রীতিমত গুরুত্বপূর্ণ। 

সূত্রের খবর যোগী শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে গেরুয়া শিবিরের প্রথম সারির নেতারা। থাকতে পারে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শীর্ষস্থানী নেতারা। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিও নজর কাড়তে পারে। বিরোধী নেতাদেরও আমন্ত্রণ জানানো হতে পারে। 

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তাঁকেও আমন্ত্রণ জানান হতে পারে। উত্তর প্রদেশের বিরোধী দল সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব ও বর্তমান এসপি সুপ্রিম অখিলেশ যাদবকেও আমন্ত্রণ জানান হতে পারে বলে সূত্রের খবর। অখিলেশ যাদবই এই নির্বাচনে বিজেপিকে জোর টক্কর দিয়েছিলেন। তিনি আসন সংখ্যাও বাড়িয়েছেন দলের। তবে বিজেপির ধারে কাছেও পৌঁছাতে পারেননি তিনি। যোগীর শপথ গ্রহণ অনুষ্ঠানে নজরকাড়তে পারেন রাজ্যের একাধিক প্রকল্প থেকে উপকৃত স্থানীয় বাসিন্দারাও। 

উত্তর প্রদেশে ৪০৩টি আসনের মধ্যে বিজেপি দখল করছে ২৫৫টি আসন। শতাধিক আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অখিলেশের সমাজবাদী পার্টি। বিজেপি ৪১.২৯ শতাংশ ভোট পেয়েছে।  ৩৭ বছর পর যোগী আদিত্যনাই হতে চলেছেন প্রথম মুখ্যমন্ত্রী যিনি দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। যাই যোগীর শপথ ঘিরে উৎসাহী বিজেপি শিবির। 

কংগ্রেসের ভাঙন কি আসন্ন, ২৪ ঘণ্টার মধ্যে বিক্ষুদ্ধ গোষ্ঠীর পরপর দুটি বৈঠক

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে হবে প্রথম সাক্ষাৎ, দুদিনের সফরে ভারতে আসছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

শি-বাইডেন মাত্র তিন মিনিটের কথা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চিনকে পাশে টানতে মরিয়া আমেরিকা