কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে কেজরিওয়ালের যোগ, ৫০ কোটি টাকা নেওয়ার অভিযোগ বিজেপির

Published : Nov 05, 2022, 04:42 PM IST
Kejriwal BJP INR Row

সংক্ষিপ্ত

আরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সঙ্গে বিজেপির রাজনৈতিক যুদ্ধে এবার জড়িয়ে গেল জেলবন্দি কনম্যান সুকেশ চন্দ্রশেখরের নাম। সুকেশের থেকে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ কেজরিওয়ালের বিরুদ্ধে। 

গুজরাট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। গুজরাটে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। এই অবস্থায় বিজেপি বনাম আপের রাজনৈতিক তরজা রীতিমত জমে উঠেছে। শনিবার বিজেপির মুখপাত্র অরবিন্দ কেজরিওয়ালকে ঠগ বলেছেন। পাল্টা কেজরিওয়ালও নিশানা করেছেন বিজেপিকে।

বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে ঠক বলেছেন। কিনি বলেছেন দিল্লির তিহার জেরে আটকে কনম্যান সুকেশ চন্দ্রশেখরের একটি চিঠিও কেজরিওয়ালের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। তিনি দাবি করেছেন সুকেশের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের যোগাযোগ ছিল।

 

 

বিজেপির মুখপাত্রের দাবি, যে ঠগ সুকেশের লেখা একটি চিঠিতেই প্রমাণিত হয়ে যায় যে অরবিন্দ কেজরিওয়ালও একজন ঠগ। তিনি প্রশ্ন করেছেন, অরবিন্দ কেজরিওয়াল রাজ্যসভা নির্বাচনের জন্য সুকেশের থেকে ৫০ কোটি টাকা নিয়েছেন। তাঁর দ্বিতীয় আক্রমণ হল, ১০ কোটি টাকা কেরজিওয়াল প্রটোকশন মানি হিসেবে নিয়েছেন। তিনি আরও বলেছেন কেজরিওয়াল একটি ডিনারপার্টি গিয়েছিলেন কৈলাশ গেহলটের ফার্ম হাউসে। সেখানেই এটি ৫০ কোটি টাকা তার হাতে তুলে দেওয়া হয়েছিল।

এখানেই শেশ করেননি পুনাওয়ালা। তিনি দ্বিতীয় একটি টুইট করেন। সেখানে দাবি করেন, দক্ষিণ ভারতে আপ-এর প্রভাব আর প্রতিপত্তি বাড়ানোর জন্য টাকার দাবি করা হয়েছিল। সত্যেন্দ্র জৈনের মোবাইল ফোনে যে ব্যক্তির ফোন নম্বর AK-2 হিসেবে সেভ করা রয়েছে সেই ব্যক্তি কে তাও জানতে চান কেজরিওয়ালের কাছে। তারপরে পুনাওয়ালা প্রশ্ন করেছেন, তদন্ত শেষ না হওয়ার পর্যন্ত কেজরিওয়াল কি সত্যেন্দ্র জৈন ও কৈলাশ গেহলটকে দল থেকে বরখাস্ত করে রাখতে পারবেন।

পঞ্জাবের পর গুজরাট বিধানসভা নির্বাচনেও প্রার্থী দিচ্ছে আম আদমি পার্টি। কংগ্রেসের থেকেও বেশি সিট পাবে বলে দাবি কেজরিওয়ালের। বিজেপিকে তারাই টক্কর দেবে বলেও দাবি করছেন কেজরিওয়াল। এই অবস্থা বিজেপির পথের কাঁটা আম আদমি পার্টি।  তাই একে অপরকে আক্রমণ করার মরিয়া চেষ্টা শুরু হয়ে গেছে দুই রাজনৈতিক দলের মধ্যে থেকে। 

আরও পড়ুনঃ

'মমতাও চান সরকারি কর্মীদের ডিএ দিতে', বলেও শোভনদেব চট্টোপাধ্যায় জানালেন প্রথম প্রাধান্য সরকারি প্রকল্প

হিমাচল প্রদেশে ভোট প্রচারে প্রধানমন্ত্রী মোদী, গেলেন স্বামী রাধাস্বামী সৎসঙ্গে

দুষণের ঠেলায় লকডাউন পরিস্থিতি দিল্লিতে, পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিয়ে খড় পোড়ানোর কথা বললেন কেজরিওয়াল

 

 

PREV
click me!

Recommended Stories

'সন্ত্রাসবাদে মদত নয়', পোল্যান্ডের বিদেশমন্ত্রীকে পাশে নিয়ে ইসলামাবাদকে হুঁশিয়ারি জয়শঙ্করের
প্রজাতন্ত্র দিবস ২০২৬: অনুপ্রেরণামূলক বক্তব্যে জড়িয়ে থাক ছাত্র-শিক্ষকদের ভাষণ, রইল উদাহরণ