ATM ব্যবহারে দিতে হবে অতিরিক্ত চার্জ! গ্রাহকরা জেনে নিন কবে থেকে কত টাকা ফি দিতে হবে

Published : Feb 06, 2025, 11:44 AM ISTUpdated : Feb 06, 2025, 11:45 AM IST

ATM থেকে লেনদেনের জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে। NPCI এটিএম থেকে নগদ তোলার চার্জ বৃদ্ধি করার সুপারিশ করেছে।

PREV
111

আপনি যদি এটিএম কার্ড ব্যবহার করে থাকেন অথবা অনলাইন পেমেন্ট করে থাকেন তবে এই বিষয়গুলি আপনার জেনে রাখা খুব প্রয়োজন।

211

বর্তমানে আরবিআইনিজস্ব ব্যাঙ্ক থেকে বিনামূল্যে ৫ বার টাকা তোলার সুবিধা দেয়।

311

যখন এই ৫বারের আর্থিক লেনদেনের সীমা অতিক্রম করলেই এরপর থেকে দিতে হবে অতিরিক্ত চার্জ।

411

ফলে মধ্যবিত্তদের এটিম কার্ড ব্যবহার করা ব্যয়বহূল হতে পারে।

511

NPCI এটিএম থেকে নগদ তোলার বিষয়ে চার্জ ২২ টাকা থেকে বাড়িয়ে ২৩ টাকা করার সুপারিশ করেছে।

611

একইসঙ্গে ইন্টারচেঞ্জ ফি হিসেবে ১৭ থেকে বাড়িয়ে ১৯ টাাকা করার সুপারিশ করেছে।

711

তবে এই চার্জ তখনই দিতে হবে যখন আফনি মাসিক ৫ বারের আর্থিক লেনদেনের সীমা অতিক্রম করবেন।

811

রিপোর্ট অনুসারে মুদ্রাস্ফিস্তির বাজার সেই সঙ্গে লোনের খরচ ১.৫ থেকে ২ শতাংশ বৃদ্ধি পেয়েছ।

911

এছাড়া প্রতিস্থাপন ও ব্যায়ের কারণে মফঃস্বল এলাকাগুলিতে এটিএম পরিচালনার ব্যায় বাড়ছে।

1011

ফলে NPCI -এর এই সুপারিশে এটিএম অপারেটাররা সমর্থন জানিয়েছেন যে শহরতলি ও মফঃস্বল এলাকাগুলিতে এটিএম পরিচালনার ফি বৃদ্ধির জন্য।

1111

তবে NPCI -এর এই সুপারিশে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে অফ ইন্ডিয়া কোনও অফিসিয়াল অনুমতি দেয়নি, তবে স্বীকৃতি পেলেই মধ্যবিত্তের পকেটে টান পড়বে।

click me!

Recommended Stories