বিস্ফোরণকাণ্ডের এক সপ্তাহ পার, রবিবার থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে দিল্লির ঐতিহাসিক লালকেল্লা

Published : Nov 16, 2025, 07:06 AM IST

Delhi Red Fort Open News: ফের স্বাভাবিক ছন্দে ফিরছে ইতিহাসের অতীত স্মৃতি বিজড়িত দিল্লির লালকেল্লা। রবিবার থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে ঐতিহাসিক এই জায়গা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
রবিবার থেকে খুলছে লালকেল্লা

মোগল আমলের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত লালকেল্লার দরজা খুলে যাচ্ছে পর্যটকদের জন্য। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তরফে একটি বিবৃতি জারি করে শনিবার এই কথা জানানো হয়েছে। ফলে রবিবার অর্থাৎ ১৬ নভেম্বর থেকে খুলছে দিল্লির লালকেল্লা। তবে বিস্ফোরণের দগদগে স্মৃতি মাথায় রেখে পর্যটকদের সুরক্ষার কথা ভেবে আরও বাড়ানো হচ্ছে লালকেল্লা ও এই চত্বরের নিরাপত্তা ব্যবস্থা। কারণ, প্রতিদিনই এখানে প্রচুর পরিমাণে দেশ-বিদেশের পর্যটকরা ভিড় করেন। ফের যাতে কোনওরকম বিপদ না হয় তা এড়াতেই আগাম সতর্ক দিল্লি পুলিশ-প্রশাসন। 

26
লালকেল্লার সামনে বিস্ফোরণ

গত সোমবার সন্ধ্যায় তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে লালকেল্লা চত্বরের মেট্রো স্টেশনের ১ নম্বর গেট এলাকা। সেই দিনের বিস্ফোরণে সরকারি ভাবে ১৩ জনের মৃত্যু ও ২৪ জনের আহত হওয়ার খবর মিলেছে। এদিকে ঘটনার পর থেকেই জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল লালকেল্লায় প্রবেশ ও মেট্রো স্টেশন। পরে শনিবার থেকে মেট্রোর ২ ও ৩ নম্বর গেট খুলে দেওয়া হয়। তবে বন্ধ থাকছে ১ নম্বর গেট। আর রবিবার থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে খুলে গেলো লালকেল্লা। 

36
তদন্তের স্বার্থে বন্ধ ছিলো লালকেল্লা

গত সোমবার লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনার পরই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তরফে দিল্লি পুলিশকে চিঠি দেওয়া হয়।। লালকেল্লা বন্ধ রাখার জন্য। প্রথমে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের কথা বলা হলেও, তদন্তের স্বার্থে আরও ২দিন বন্ধ রাখা হয় লালকেল্লা। অবশেষে শনিবার রাতে বিবৃতি জারি করে রবিবার থেকে পর্যটকদের জন্য লালকেল্লার দরজা খুলছে বলে জানিয়ে দেওয়া হয়। 

46
দিল্লি বিস্ফোরণে বিস্ফোরক তথ্য

এদিকে দিল্লি বিস্ফোরণকাণ্ডের তদন্ত যত এগিয়ে যাচ্ছে ততই সামনে আসছে হাড়হিম করা তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছে দিল্লির লালকেল্লা বিস্ফোরণের অন্যতম চক্রী মহিলা চিকিৎসক শাহিন শহিদ ভারত ছেড়়ে দুবাই পালানোর ছক কষেছিল। শাহিন ইতিমধ্যেই পাসপোর্টের জন্য আবেদন করেছিল। তার সঙ্গীসাথীরা যখন ভারতে সিরিয়াল বিস্ফোরণ ঘটাত সেই সময় শাহিন দুবাইয়ের কোনও নিরাপদ জায়গায় বসে থাকত। তেমনই পরিকল্পনা প্রায় পাকা করে ফেলেছিল ধৃত চিকিৎসক। 

56
দিল্লি বিস্ফোরণে মডিউলের সঙ্গে শাহিনের যোগসূত্র

৩০ অক্টোবর তদন্তকারীরা গ্রেফতার করেছিল চিকিৎসক মুজাম্মিলকে। তাকে লাগাতার জেরা করা হয়। পাশাপাশি শাহিনের সুইফট ডিজায়ার গাড়িতে ব্যবহার করতে দেখা যায় শাহিনকে। তদন্তকারীদের সন্দেহ হত। তখনই শাহিন ফাঁদে পড়ে পুলিশের। গাড়ি থেকে উদ্ধার হয় অ্যাসল্ট রাইফেল। পুলিশ চিকিৎসকদের মডিউলের সঙ্গে শাহিনের যোগসূত্র খুঁজে পায়।

66
ফাঁস জঙ্গি মডিউল

আরও জানা গিয়েছে যে, শাহীন শাহিদ লখনউয়ের লালবাগের বাসিন্দা। ফরিদাবাদে জইশ-ই-মহম্মদের জঙ্গি মডিউল ফাঁস হওয়ার পরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তার গাড়ি থেকে উদ্ধার হয়েছে অ্যাসল্ট রাইফেল। শাহীন আল-ফালাহা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছে আরও বেশ কয়েকজন চিকিৎস যারা ফরিদাবাদ-কাণ্ডে যুক্ত। বিস্ফোরক-সহ ধৃত মুজাম্মিলের সঙ্গে শাহিনের সুসম্পর্ক রয়েছে বলেও পুলিশ সূত্রের খবর।

Read more Photos on
click me!

Recommended Stories