- Home
- West Bengal
- West Bengal News
- রাজ্যজুড়ে পূবালী বাতাসের জেরে দরজায় কড়া নাড়ছে শীত, ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া?
রাজ্যজুড়ে পূবালী বাতাসের জেরে দরজায় কড়া নাড়ছে শীত, ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া?
WB Winter Update: সকাল থেকেই বাতাসে হালকা শীতের আমেজ। ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই উধাও হচ্ছে শীত। কবে থেকে জাঁকিয়ে পড়বে ঠান্ডা? দেখুন ফটো গ্যালারিতে…

রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া
দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ, তবু রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতায় আকাশ পরিষ্কার, সকালবেলার কুয়াশা বাড়বে। দক্ষিণ শ্রীলঙ্কা ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরস্থিত উচ্চস্তরের ঘূর্ণাবর্তের প্রভাবে শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া বদলের পূর্বাভাস?
এই নিম্নচাপ-সংক্রান্ত ঘূর্ণাবর্ত সমুদ্রতল থেকে প্রায় ৫.৮ কিমি পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সঙ্গে সামান্য দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে, যা পরবর্তী ২৪ ঘণ্টায় ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে যেতে পারে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ ও আশপাশে ১.৫ কিমি পর্যন্ত উচ্চস্তরের ঘূর্ণাবর্ত বজায় রয়েছে। পশ্চিমবঙ্গে সর্বত্র শুষ্ক আবহাওয়া ছিল, রাতের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হয়নি বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বহু জায়গায় ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থেকে উল্লেখযোগ্যভাবে কম। উত্তরবঙ্গের কিছু জায়গায়ও কম। আবার কিছু স্থানে স্বাভাবিকের চেয়ে একটু বেশি রয়েছে। বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ অঞ্চলের পাহাড়ে দার্জিলিং-এ সর্বনিম্ন ৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং ম্যাদারভূমি পুরুলিয়ায় সমতলে ১২.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে ।বৃষ্টি ও কুয়াশাদক্ষিণ ও উত্তরবঙ্গে আজ ১ সেমি বা তার বেশি বৃষ্টিপাতের কোনও নজির নেই; অর্থাৎ বৃষ্টি শূন্য ।
উত্তরবঙ্গের আবহাওয়া
তবে দিন ৩ থেকে দিন ৫-এর সকালে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় অগভীর থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে, দৃশ্যমানতা প্রায় ৯৯৯–২০০ মিটার পর্যন্ত নেমে আসার আশঙ্কা আছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে ।আগামী ৭ দিনের সম্ভাব্য আবহাওয়াপরবর্তী এক সপ্তাহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলায় মূলত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে, এবং কোনও সতর্কতা জারি নেই।
কলকাতার তাপমাত্রা
রাতের তাপমাত্রা পরের দুই দিনে বড় পরিবর্তন না হলেও তার পরবর্তী তিন দিনে ধীরে ধীরে ২–৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে ইঙ্গিত রয়েছে । কলকাতার পূর্বাভাসকলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় রবিবার আকাশ প্রধানত পরিষ্কার, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় ২৮ ডিগ্রি ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। রবিবারও একই ধারা থাকলেও সোমবার থেকে বুধবার ভোরে কুয়াশা/মৃদু কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা, সর্বোচ্চ ২৯–৩০ ডিগ্রি ও সর্বনিম্ন ১৯–২০ ডিগ্রি ওঠানামা করতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

