এদিন টেটের বাড়িতে শেষকৃত্য চলছিল। সেই সময়ই তরুণী প্রেমিকের বাড়িতে যান। নিহত প্রেমিকের শরীরে হলুদ মাখিয়ে দেন। কপালে সিঁদুর দেন। তার মৃত প্রেমিকের দেহের সঙ্গে বিয়ে করেন। তরপরই মৃত প্রেমিকের স্ত্রী হিসেবে সারা জীবন টেটের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন। বলেন, 'আমাদের ভালবাসা জিতেছে, মৃ্ত্যুর পরেও আমরা জিতে গিয়েছে। আবার বাবা ও ভাইরা হেরে গিয়েছে। ' পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে, তদন্ত শুরু করেছে।