দারুণ সারপ্রাইজ! কেন্দ্রের পর এবার ৪ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকারের! কালীপুজোর আগেই মিলবে টাকা
ভাবা যায়নি আগে। এরকম খবরও আসতে পারে। রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়ে একেবারে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার। কালীপুজোর আগে এই সারপ্রাইস পেয়ে দারুণ খুশি কর্মীরা।
Parna Sengupta | Published : Oct 16, 2024 11:44 PM / Updated: Oct 16 2024, 11:45 PM IST
উৎসবের আবহেই খুশির খবর দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।
এবারে ৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রের। যা নিয়ে খুশিতে মেতেছেন কেন্দ্রের সরকারি কর্মীরা।
তবে শুধু কেন্দ্রই নয়, কেন্দ্রের দেখানো পথে হেঁটে এবার ডিএ বৃদ্ধি করল রাজ্য সরকার (State Government)। ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা হল।
জানিয়ে রাখি চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করছে রাজ্য। এই খবরে দারুণ খুশি রাজ্য সরকারি কর্মীরা।
ডিএ বৃদ্ধির ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, দীপাবলির আগে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হচ্ছে। বর্তমানে তারা ৪৬ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। এবার তাদের চার শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে। এবার তারা ৫০% হারে ডিএ পাবেন।
যদিও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাথে রাজ্যের কর্মীদের ডিএ নিয়ে ফারাক এখনও রয়েছে। কারণ এর আগে চলতি বছরের মার্চ মাসে শেষবার ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র।
সেই সময় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশে পৌঁছয়।
আর এবারে মহার্ঘভাতা বেড়ে হচ্ছে ৫৩ শতাংশ। গত ১ জুলাই থেকে এই ডিএ কার্যকর হবে।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএয়ের হার বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। আর রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাবেন ৫০ শতাংশ হারে।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১ অক্টোবর থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।
দীপাবলির আগে কেন্দ্র সরকারের পাশাপাশি নিজের কর্মীদের খুশি করতে বড় উপহার দিল ছত্তিশগড়ের রাজ্য সরকার।
একদিকে যখন ডিএ বৃদ্ধির খবরে খুশি অপর রাজ্যের কর্মীরা সেই সময়ও দাঁড়িয়েও মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের একাংশ।
পুজোর অবহেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের নতুন করে ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়নি। বর্তমানে তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। ওদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ হল ৫৩ শতাংশ।