হাতে আর মোটে কিছু ঘণ্টা, তারপরেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! ভয়ঙ্কর অবস্থা চেন্নাইয়ে

Published : Oct 16, 2024, 03:19 PM IST

হাতে আর মোটে কিছু ঘণ্টা, তারপরেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! ভয়ঙ্কর অবস্থা চেন্নাইয়ে

PREV
17

আবহাওয়া বিশেষজ্ঞ বালাচন্দ্রন এর আগেই জানিয়েছিলেন যে উত্তর-পূর্ব ভারতে বর্ষা ১৫ এবং ১৬ ই অক্টোবর শুরু হবে।

27

চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম এবং চেঙ্গালপট্টু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ১৬ তারিখ চেন্নাইয়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

37

আগামীকাল থেকে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে। চেন্নাইয়ে ৩ দিনে ৪৭ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির সতর্কতার পরিপ্রেক্ষিতে তামিলনাড়ু সরকার সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

47

ইতিমধ্যেই উপমুখ্যমন্ত্রী উদয়নিধি আধিকারিকদের সঙ্গে আলোচনা করছেন। দুস্থদের সুরক্ষিত স্থানে স্থানান্তরিত করার প্রচেষ্টা করছেন তাঁরা।

57

চেন্নাইয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় চাল, ডাল, তেল, ডিম, সবজি, বিস্কুট, স্ন্যাকস, জামাকাপড়, মোমবাতি, ম্যাচ, মশারি, স্যানিটারি ন্যাপকিনের মতো প্রয়োজনীয় পণ্য কেনার পরামর্শ দেওয়া হয়েছে।

67

মানুষ সুপারমার্কেট ও মুদি দোকানে ভিড় করছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাখার জন্য।

77

ভয়ঙ্কর ঝড়ের প্রভাব নিয়ে ইতিমধ্যেই দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে চেন্নাই উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়।

click me!

Recommended Stories