মুসলিম চুড়ি বিক্রেতাকে গণপ্রহার, ভিড়িও ভাইরাল হতেই কড়া পুলিশ

Published : Aug 23, 2021, 10:20 PM ISTUpdated : Aug 23, 2021, 10:57 PM IST
মুসলিম চুড়ি বিক্রেতাকে গণপ্রহার, ভিড়িও ভাইরাল হতেই কড়া পুলিশ

সংক্ষিপ্ত

ইন্দোরের এক চুড়ি বিক্রিতা মারধর করা হয় বলে অভিযোগ। সেই সম্পর্কিত একটি ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়। তারপরই আসরে নামে পুলিশ। 

মধ্যপ্রদেশের এক মুসলিম চুড়ি বিক্রেতা গণপ্রহারের ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই কড়া পদক্ষেপ নিল শিবরাজ চৌহান প্রশাসন। মারধরের অভিযোগে এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ, দাঙ্গা ছড়ানো, ডাকাতিসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাল্টা অভিযোগ দায়ের হয়েছে আক্রান্ত চুড়ি বিক্রেতার বিরুদ্ধেও। 

যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে কিছু মানুষ বাজারের মধ্যেই চুড়ি বিক্রিতাকে মারধর করছেন।  অকথ্য  ভাষায় অশালীম মন্তব্য করছে। চুড়ি বিক্রেতার পটেক ছেকে সমস্ত জিনিসপত্র বার করে নিচ্ছে। এক ব্যক্তিকে যখন গণপ্রহার করা হচ্ছে তখন এই জায়গায় ভিড় জমে যায়। কিন্তু কোনও মানুষই চুড়ি বিক্রেতাকে উদ্ধার করতে এগিয়ে আসে না। উল্টে আরও মারধর করার জন্য উস্কে দিচ্ছিল। 

বধ্যভূমি আফগানিস্তানে আটকে কলকাতার নার্স, দেশে ফেরাতে আর্জি কেন্দ্রীয় সরকারের কাছে

Child Rape: লাগাতার ধর্ষণ ২ নাবালকের, কিছু বুঝে ওঠার আগেই সন্তানের জন্ম দিল ১২র কিশোরী

এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতেই ইন্দোরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইন্দোরের কোতওয়ালি থানার বাইরে একদল মানুষ চুড়ি বিক্রেতাকে মারধর করার প্রতিবাদ জানাতে জড়ো হয়। গণপ্রহারে অভিযুক্তদের অবিলম্বে  গ্রেফতারের  দাবি জানায় তারা। অন্যদিকে চুড়ি বিক্রেতা তসলিম আলীর বিরুদ্ধেও বনগঙ্গা থাকায় অভিযোগ দায়ের করা হয়। মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহার, জালিয়াতিসহ পসকো (POCSO)আইনে মামলা দায়ের করা হয়।

Afghanistan Crisis: তালিবানদের বিরুদ্ধে দাঁড়িয়ে পঞ্জশির, কাবুল দখলের ৮ দিন পরেও গোটা দেশ দখলের স্বপ্ন অধরা

যদিও চুড়ি বিক্রেতা জানিয়েছেন, তাঁর নাম জিজ্ঞাসা করার পরেই তার ওপর চড়াও হয় উত্তেজিত জনতা। নাম জানার পরেই তাকে মারধর করা হয়। অন্যদিকে মন্ত্রী নরোত্তম মিশ্র সোমবার বলেছিলেন আলি হিন্দু নাম ব্যবহার করে চুড়ি বিক্রি করছিল। সেই সময় এক নাবালিকার সঙ্গে অশালীন ব্যবহার করে। আলির দুটি আধার কার্ড রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ইন্দোর পুলিশের তরফ থেকে জানান হয়েছে এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে।   যারা থানার বাইরে জড়ো হয়েছিল তাদের বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। পুরো পরিস্থিতির ওপর পুলিশ নজর রাখতে বলেও জানিয়েছে। তবে তসলিম আলির নথিও  খতিয়ে দেখা হচ্ছে। তার তিনটি নথি রয়েছে- একটি ভোটার কার্ড আর দুটি আধার কার্ড। আলির বাবার নামের কিছু অসঙ্গতি রয়েছে। প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। 

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র