অগ্নিপথ বিক্ষোভ- অগ্নিবীরদের শান্ত করতে কেন্দ্রের ১২ দফা দাওয়াই

কেন্দ্রীয় সরকার আগামী দিনের অগ্নিবীরদের শান্ত করতে একাধিক পদক্ষেপয়ও নিয়েছে। কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রক আগামী দিনে প্রাক্তন অগ্নিবীরদের পাশে দাঁড়াতে যে বদ্ধপরিক তাও স্পষ্ট করে দিয়েছে মোদী সরকার।

কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্প চালু করছে রীতিমত অনড়। আগামী দিনের অগ্নিবীররা এই প্রকল্পের চূড়ান্ত বিরোধী। তাই বুধবার থেকে এপর্যন্ত দেশের সর্বত্রই প্রতিবাদ আন্দোলনে অগ্নিগর্ভ পরিস্থিতির রূপ নিয়েছে। এই অবস্থায় কেন্দ্রীয় সরকার আগামী দিনের অগ্নিবীরদের শান্ত করতে একাধিক পদক্ষেপয়ও নিয়েছে। কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রক আগামী দিনে প্রাক্তন অগ্নিবীরদের পাশে দাঁড়াতে যে বদ্ধপরিক তাও স্পষ্ট করে দিয়েছে মোদী সরকার। 

কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপগুলি নিয়েছে সেগুলি হল- 
১. প্রতিরক্ষা মন্ত্রক আগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছে। আগামী দিনে তাঁরা অগ্নিবীররা যাতে কোস্ট গার্ড ও ডিফেন্স পিএসইউতে কাজ পায় তা নিশ্চিত করা হয়েছে। 
২. চাকরিতে যোগদানের মেয়াদ আরও দুই বছর বাড়ন হয়েছে। 
৩. স্বরাষ্ট্র মন্ত্রক অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ করেছে। সিআরপিএফ, আসম রাইফেলসে তাদের কাজের সুযোগ দেওয়া হবে। 
৪. স্বারাষ্ট্র মন্ত্রক জানিয়েছে. সিআরপিএফ ও অসম রাইফেলসের নিয়োগের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা দুই বছর বাড়ান  হবে। 
৫. বেশ কয়েকটি রাজ্যসরকার ইতিমধ্যেই ঘোষণা করেছেন প্রাক্তন অগ্নিবীরদের রাজ্য পুলিশে অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ করা হবে। 
৬. নৌসেনার প্রাক্তন অগ্নিবীরদের জন্য মার্চেন্ট নেভিতে কাজের সুযোগ থাকবে। 
৭. ন্যাশানাল ইনস্টিটিউট ফর ওপেন শ্যুটিং দশম শ্রেণী পাশ করা অগ্নিবীরদের জন্য দ্বাদশ শ্রেণীর সার্টিফিকেট কোর্স চালু করবে। 
৮. শিক্ষা মন্ত্রক অগ্নিবীরদের জন্য স্নাতকস্তরে বিশেষ প্রশিক্ষণ চালু করবে। 
৯. অগ্নিবীরদের জন্য বিশেষ ডিগ্রি কোর্স চালু করবে IGNOU। 
১০. অগ্নিবীররা যাতে স্কিল ইন্ডিয়ার মাধ্যমে কাজের সুযোগ পায় তার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। 
১১. ব্যাঙ্ক, ইন্সিওরেন্স পলিসির মাধ্যমে অগ্নিবীরদের যাতে ঋণ পেতে সুবিধে হয় তার ব্যবস্থা করা হবে। 
১২.  বেসরকারি সংস্থা ও কর্পোরেট সংস্থাগুলি যাতে অগ্নিবীরদের কাজের সুযোগ দেয় সেই চেষ্টাও করা হবে। 

Latest Videos

কেন্দ্রীয় সরকার সূত্রের খবর মোট ৬টি দফতর প্রাক্তনঅগ্নিবীরদের কাজের সুযোগ দেব। জাহাজ মন্ত্রক ও ক্রীড়ামন্ত্রক তাদের কাজের সুযোগ দেবে। ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর টুই করে জানিয়েছেন তাঁর মন্ত্রক থেকেই অগ্নিবীরদের কাজের সুযোগ দেওয়া হবে। মোট কথা আন্দোলনের কারণে কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্প নিয়ে যে পিছু হাঁটবে না তা আরও একবার স্পষ্ট করে দিল। যদিও বিরোধী থেকে শুরু করে একদল প্রাক্তন সেনা প্রধান এখনও অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে চলছে। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury