বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ১৯ নভেম্বর এয়ার ইন্ডিয়ার নিষিদ্ধ করার হুঁশিয়ারি খালিস্তানি নেতা পান্নুনের

Published : Nov 04, 2023, 08:55 PM ISTUpdated : Nov 04, 2023, 10:07 PM IST
pannu

সংক্ষিপ্ত

শিখস ফর জাস্টিস যে ভিডিওটি প্রকাশ করেছে, সেখানে পান্নুনকে বলতে শোনা যাচ্ছে, আমরা শিখ সম্প্রদায়কে এয়ার ইন্ডিয়াতে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। 

খালিস্তানি আন্দোলনের নেতা ও নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিস বা SFJ-র প্রধান গুরুপতবস্ত সিং পান্নুনের হুঁশিয়ারি। আরও একটি ভিডিও প্রকাশ করে তিনি আগামী ১৯ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানগুলি নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। এই দিনই বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ।

শিখস ফর জাস্টিস যে ভিডিওটি প্রকাশ করেছে, সেখানে পান্নুনেকে বলতে শোনা যাচ্ছে, 'আমরা শিখ সম্প্রদায়কে এয়ার ইন্ডিয়াতে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ১৯ নভেম্বর বিশ্বব্যাপী অবরোধের অংশ হিসেবে আমরা এয়ার ইন্ডিয়াকে বিমান পরিষেবা দিতে দেব না। তাই আমরা শিখ সম্প্রদায়ের সকল সদস্যকে এয়ার ইন্ডিয়ার পরিষেবা বর্জন করার পরামর্শ দিচ্ছি। কারণ এটি আপনার জন্য জীবনের ঝুঁকি হতে পারে।' তিনি ভারত সরকারকেও সতর্ক করে বলেছিলেন ইন্দিরা গান্ধী বিমান বন্দরটি ১৯ নভেম্বর বন্ধ করে দেওয়া হবে। তিনি বিশ্বকাপ ফাইনালকে বিশ্ব 'সন্ত্রাস' কাপের ফাইনাল হিসেবেও বর্ণনা করেছেন। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হবে আমেদাহাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তিনি আরও বলেছেন, সেই জিন বিশ্ব দেখবে শিখ সম্প্রদায় কি করতে পারে। তিনি আরও বলেন, পাঞ্জাব স্বাধীনতা অর্জন করলে বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখা হবে- শহিদ বিয়ন্ত সিং, শহিদ সতওয়ান্ত সিং খালিস্তান।

 

 

১৯৮৪ সালে ৩১ অক্টোবর নতুন দিল্লিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তাঁর বাড়িতেই হত্যা করে দেহরক্ষী বিয়ন্ত সিং ও সতবন্ত সিং। তিনি আরও বলেন, পাঞ্জাবের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে খালিস্তান গণভোটের মাধ্যমে শুরু হয়েছে। তিনি বিশ্বাস করেন যে ভারতীয় ট্যাঙ্ক আর আর্টিলারি প্রতিরোধ করতে পারবে।

যদিও এটাই পান্নুনের প্রথম হুমকি নয়। কারণ কারণ আগে তিনি নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে টার্গেট করার হুমকি দিয়েছিলেন। তিনি এর আগে হরদীপ সিং নিজ্জারের মৃত্যু ও কানাডার প্রধান জাস্টিন ট্রুডোর অসম্মানকে ইস্যু করেও নরেন্দ্র মোদীকে হুমকি দিয়েছিলেন। পান্নুর এই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল।

আরও পড়ুনঃ

Viral video: নিউ ইয়র্কের রাস্তায় রহস্যময় সবুজ তরল, উদ্বেগ আমেরিকাবাসীদের মধ্যে

Gaza Under Attack: হামাসরা সুড়ঙ্গে জাল বিছিয়ে অপেক্ষা করেছে ইজরায়েল সেনাদের জন্য, জানুন তথ্য

ভোটের আগেই রেশন নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কংগ্রেসকে নিশানা জনসভা থেকে

 

PREV
click me!

Recommended Stories

বাংলায় বাবরি মসজিদ? ফুঁসছেন সাধ্বী ঋতম্বরা, বাগেশ্বর বাবা, দেবকিনন্দন ঠাকুর ও মৌলনা ইয়াসুব
যোগী সরকারের দুর্দান্ত সাহায্য, 'মৌমাছিওয়ালা' পেল আন্তর্জাতিক স্বীকৃতি