Airtel: ৩৭.৫ কোটি ভারতীয়র ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে? কী দাবি এয়ারটেলের?

ভারতে এখন যে তিনটি মোবাইল নেটওয়ার্ক জনপ্রিয়, সেগুলির অন্যতম এয়ারটেল। কিন্তু এবার এয়ারটেলের বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ উঠল। যদিও সেই অভিযোগ অস্বীকার করল এয়ারটেল।

হ্যাকাররা হাতিয়ে নিয়েছে এয়ারটেলের ৩৭.৫ কোটি ভারতীয়র ব্যক্তিগত তথ্য। একটি হ্যাকিং ফোরামে ভারতীয়দের ব্যক্তিগত তথ্য বিক্রি করার উদ্যোগও নিয়েছে হ্যাকাররা। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে এয়ারটেল। এই সংস্থার এক মুখপাত্র দাবি করেছেন, ‘একটি রিপোর্ট নিয়ে এখন আলোচনা চলছে। এই রিপোর্টে অভিযোগ করা হয়েছে, এয়ারটেলের গ্রাহকদের তথ্যের সঙ্গে আপস করা হয়েছে। এটি কায়েমী স্বার্থে এয়ারটেলের ভাবমূর্তির ক্ষতি করার মরিয়া চেষ্টা ছাড়া অন্য কিছু নয়। আমরা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করেছি। আমরা নিশ্চিতভাবে বলতে পারি, এয়ারটেলের সিস্টেম থেকে কোনওরকম তথ্য ফাঁস হয়নি।’ এয়ারটেল এই দাবি করলেও, ব্যক্তিগত তথ্য ফাঁসের খবরে অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন।

সত্যিই ফাঁস হয়েছে এয়ারটেলের গ্রাহকদের তথ্য?

Latest Videos

জেনজেন নামে এক হ্যাকারের পোস্টের কথা উল্লেখ করে ডার্ক ওয়েব ইনফর্মার দাবি করেছে, এয়ারটেলের গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে। তাঁদের গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে। জেনজেনের পোস্টে দাবি করা হয়েছে, এয়ারটেলের গ্রাহকদের মোবাইল নাম্বার, জন্মতারিখ, বাবার নাম, আধার আইডি, ইমেল আইডি হ্যাক হয়ে গিয়েছে। ডার্ক ওয়েবে ভারতীয় মুদ্রায় প্রায় ৪১ লক্ষ টাকার বিনিময়ে এই তথ্য বিক্রি করা হবে বলে জানানো হয়েছে। যে এই সমস্ত তথ্য কিনতে চাইবে, তাকে ক্রিপ্টোকারেন্সিতে অর্থ দিতে হবে।

 

 

চিনা হ্যাকারদের হাতে ভারতীয়দের গোপন তথ্য!

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ শ্রীনিবাস কোদালির দাবি, ‘চিনের এক হ্যাকার এয়ারটেলের গ্রাহকদের গোপন তথ্য হাতিয়ে নিয়েছে। সে এয়ারটেলের ৩৭.৫ কোটি গ্রাহকের আধার নাম্বার-সহ অনেক গোপন তথ্য বিক্রি করতে চলেছে। সে যে ফোরামে ভারতীয়দের ব্যক্তিগত তথ্য বিক্রির বিজ্ঞাপন দিয়েছিল, সেই ফোরামে তাকে নিষিদ্ধ করা হয়েছে। ভারতে তথ্য গোপন রাখা সংক্রান্ত আইন এখনও কার্যকর নয়।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

5G unlimited-এর দিন শেষ হতে পারে, চার্জ বাড়াতে অন্যপথে হাঁটছে এয়ারটেল-জিও

Airtel: এক ধাক্কায় প্রায় ১২ লক্ষ ব্যবহারকারী হারাল এয়ারটেল, TRAI-এর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

চুরি হয়ে যেতে পারে বিশ্বের ২০ কোটি মানুষের ব্যাঙ্কের টাকা! টুইটার হ্যাক হওয়ার পর চাঞ্চল্যকর তথ্য গবেষকদের

Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি