Modi Government 3.0: কবে মোদী সরকারের পতন? দিনক্ষণ জানিয়ে দিলেন লালুপ্রসাদ যাদব

Published : Jul 05, 2024, 06:13 PM ISTUpdated : Jul 05, 2024, 06:51 PM IST
Case filed against PM Modi

সংক্ষিপ্ত

এবারের লোকসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে সরকার চালানোর জন্য শরিক দলগুলির উপর নির্ভর করতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। এনডিএ-র শরিক দলগুলিকে নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

বেশিদিন অপেক্ষা করতে হবে না। আগামী মাসেই মোদী সরকারের পতন হবে। এমনই বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। শুক্রবার আরজেডি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলীয় কর্মীদের উদ্দেশে লালু বার্তা দিয়েছেন, 'দলের সব কর্মীর কাছে আমার আবেদন, সবাই তৈরি থাকুন। যে কোনও সময় ফের লোকসভা নির্বাচন হতে পারে। দিল্লিতে মোদীর সরকার খুব দুর্বল। অগাস্টের মধ্যেই মোদী সরকারের পতন হতে পারে।' এবারের লোকসভা নির্বাচনে আরজেডি-র ফল নিয়ে সন্তোষ প্রকাশও করেছেন লালু। তাঁর এই দাবি ঘিরে বিহার ও জাতীয় রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিশ্বাসযোগ্যতা নেই। তিনি যখন-তখন শিবির বদল করেন। জেডিইউ যদি এনডিএ সরকারের উপর থেকে সমর্থন তুলে নেয়, তাহলে বিপদে পড়ে যেতে পারে বিজেপি। লালু কি সেই ইঙ্গিত পেয়েই মোদী সরকারের পতনের সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিলেন? রাজনৈতিক মহলে এখন এই জল্পনা শুরু হয়েছে।

আরজেডি-তে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত?

লালু যখন মোদী সরকারের পতনের অপেক্ষায়, তখন তাঁর ছেলে তেজস্বী যাদব দলের প্রধান হওয়ার জন্য দাবি জানিয়ে রাখলেন। শুক্রবার তেজস্বী বলেন, ‘লোকসভা নির্বাচনে আমাদের পারফরম্যান্স পর্যালোচনা করা হয়েছে। আমাকে যদি দলের প্রধান হিসেবে বেছে নেওয়া হয়, তাহলে দলকে জেতানোর দায়িত্ব আমার। আমি বিধানসভা নির্বাচনে প্রার্থী বদল করতে পিছপা হব না।’

সমর্থন প্রত্যাহার করবে এনডিএ-র শরিক দলগুলি?

এবার মোদী সরকারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই শরিক দল জেডিইউ ও টিডিপি। কোনও একটি দল সমর্থন প্রত্যাহার করলেই সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে সরকার। এই কারণেই বিরোধী দলগুলি সংসদের ভিতরে ও বাইরে সরকারের উপর চাপ বজায় রাখছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শিবের ছবি হাতে হিন্দু ধর্ম নিয়ে রাহুলের মন্তব্যে বিতর্কের ঝড় সংসদে, কড়া জবাব দিলেন নরেন্দ্র মোদী

মমতার এক ঢিলে কুপোকাত মোদী ও বিরোধীরা, ডেপুটি স্পিকার পদে প্রার্থীর নামে বড় চমক তৃণমূল নেত্রীর

মোদী সরকারের সাফল্যে খুশি রাষ্ট্রপতি, যৌথ অধিবেশনের ভাষণে উঠে এল প্রশংসা

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মহাদেশের সঙ্গে মহাদেশের ধাক্কাই কি কাল হবে মানবজাতির বিলুপ্তিকরনের প্রধান কারণ?
নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা, ঢাকায় বন্ধ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র