সংক্ষিপ্ত

ব্যক্তিগত তথ্য, টাকা-পয়সার লেনদেনের নথি, এমনকি সম্পূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্টটিও লুট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন গবেষকরা। 

আচমকা হ্যাকারদের কবলে চলে গেল টুইটার, বিশ্ব জুড়ে ২০০ মিলিয়ন অর্থাৎ ২০ কোটিরও বেশি টুইটার ব্যবহারকারীর তথ্যের সুরক্ষা এখন অনিশ্চিত। অনলাইন নিরাপত্তা গবেষকদের দাবি, টুইটার ব্য়বহারকারীদের ইমেইল অ্যাড্রেস চুরি করে তা অনলাইন হ্যাকিং ফোরামেও দিয়ে দিয়েছে হ্যাকাররা। হ্য়াকিংয়ের ফলে কোটি কোটি টুইটার ব্যবহারকারীর ইমেইল অ্যাকাউন্ট এখন হ্যাক হয়ে যাওয়ার মুখে। অর্থাৎ, সেখান থেকে ব্যক্তিগত তথ্য, টাকা-পয়সার লেনদেনের নথি, এমনকি সম্পূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্টটিও লুট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন গবেষকরা।

আন্তর্জাতিক সংবাদ সংস্থার দাবি, পৃথিবীতে ২০ কোটিরও বেশি টুইটার ব্যবহারকারীর ইমেল অ্য়াড্রেস চুরি হয়ে গেছে। এরপর সেগুলি অনলাইন হ্যাকিং ফোরামেও পোস্ট করা হয়েছে। ইজরায়েলের সাইবার সিকিউরিটি মনিটরিং ফার্ম হাডসন রকের সহ-প্রতিষ্ঠাতা অ্যালন গ্যাল বলেন, “টুইটারের এই হ্য়াকিংয়ের কারণে বহু ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। এটা বিশ্বের একটি অন্যতম বড় হ্যাকিং কাণ্ড।”

টুইটার কর্তৃপক্ষের তরফে অবশ্য হ্যাকিং সংক্রান্ত বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। হ্যাক হয়ে যাওয়ার পর টুইটার সংস্থার তরফে আলাদা করে কোনও তদন্ত শুরু করা হয়েছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে, টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় হ্যাকার ফোরামের পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে। কারা এই হ্যাক করেছে, বা কোথা থেকে হ্যাকিং হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

উল্লেখ্য, এর আগে যখন টুইটার হ্য়াক হয়ে গিয়েছিল, তখন অন্ততপক্ষে ৪০ কোটি ব্যবহারকারীর ইমেইল অ্যাড্রেস আর ফোন নম্বর চুরি হয়ে গিয়েছিল। সেই হ্য়াকিংয়ের পিছনে কারা ছিল, সেটাই এখনও পর্যন্ত অধরা।

২০২১ সালের এপ্রিল মাসে ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার সংস্থা কিনে নেন এলন মাস্ক। অক্টোবর মাসে তিনি মালিকানা অধিগ্রহণ করেন। এরপর থেকেই টুইটারে একাধিক পরিবর্তন আনার কথা বলেছিলেন তিনি। এরমধ্যে অন্য়তম ছিল ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা। যদিও এবার টুইটার হ্যাক হয়ে যাওয়ার পর কার্যত মুখে কুলুপ এঁটেছেন দাপুটে ধনকুবের মাস্ক।

আরও পড়ুন-
ক্রমাগত মাটি বসে গিয়ে আরও সঙ্কটে জোশীমঠ, স্থানীয় বাসিন্দাদের দ্রুত স্থানান্তর করার কাজ করছে প্রশাসন 
শোভন-রত্নার বিবাহ-বিচ্ছেদ মামলায় আদালতে হাজির বৈশাখী, ‘যথাযথ প্রমাণ হাতে রয়েছে’, আত্মবিশ্বাসী তিনি