- Home
- West Bengal
- West Bengal News
- DA Hike: কেন্দ্র দিলেই রাজ্য সরকার মহার্ঘ ভাতা মিটিয়ে দেবে, ডিএ নিয়ে জল্পনা উস্কে দিলেন রাজ্য সরকারি কর্মী
DA Hike: কেন্দ্র দিলেই রাজ্য সরকার মহার্ঘ ভাতা মিটিয়ে দেবে, ডিএ নিয়ে জল্পনা উস্কে দিলেন রাজ্য সরকারি কর্মী
গত দুই বছর বাজেটের পেশেই ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। তাই এবারও ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে জল্পনা তুঙ্গে।

বাজেটেই ডিএ বৃদ্ধি?
গত দুই বছর বাজেটের পেশেই ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। তাই এবারও ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে জল্পনা তুঙ্গে।
কত শতাংশ ডিএ বাড়বে
কত শতাংশ বাড়বে, তা নিয়েও উদগ্রীব হয়ে আছেন রাজ্য সরকারি কর্মচারীরা। যদিও বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।
রাজ্য নীরব
ডিএ বাড়ান হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার কোনও কথা বলেননি। কিন্তু রাজ্য সরকারের কর্মীদের মধ্যে ডিএ বৃদ্ধির দাবি ধীরে ধীরে বাড়ছে।
রাজ্য-কেন্দ্রের ডিএ-র ফারাক
বর্তমানে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে ডিএ বা মহার্ঘ ভাতার ফারাক রয়েছে প্রায় ৩৯ শতাংশ।
বেতন কমিশন
কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে। কিন্তু রাজ্য় সরকারি কর্মীরা এখনও পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ডিএ পাচ্ছেন।
হতাশ রাজ্য সরকারি কর্মীরা
সবমিলিয়ে রাজ্য সরকারি কর্মীরা যথেষ্ট হতাশ রয়েছে। এই অবস্থায় রাজ্য়ের সরকারি কর্মীরা শুধুমাত্র ডিএ -এর আশায় বসে রয়েছেন।
তৃণমূলপন্থী নেতার দাবি
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসপন্থী সরকারি কর্মচারী ফেডারেশনের এক নেতা দাবি করেছেন যে ডিএ বাড়ানো হবে কিনা, সে বিষয়ে তিনি জানেন না। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দাবি পুরণ
তৃণমূলপন্খী নেতার দাবি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার রাজ্যের সরকারি কর্মীদের যাবতীয় দাবি পুরণ করে দেবেন।
রাজ্যের জন্য আন্দোলন
তৃণমূলপন্থী নেতার আরও আর্জি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। প্রাপ্য টাকা দিচ্ছে না। সেই বকেয়া টাকা আদায়ের জন্য সব রাজ্য সরকারি কর্মচারী সংগঠনকে আন্দোলনে নামার আর্জি জানিয়েছেন।
কেন্দ্রের টাকা পেলেই কেল্লাফতে
তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মীর দাবি কেন্দ্রীয় সরকার যদি রাজ্যে সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেয় তাহলে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মিটিয়ে দিতে রাজ্যের কোনও সমস্যা থাকবে না।