২১ বছর আগেও যেখানে এক ফোটা জলের জন্য হাহাকার করতে হত মানুষকে, সেখানে আজ গুজরাতের প্রতিটি ঘরে কলের জল পৌঁছেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
গুজরাটের 'হর ঘর জল' প্রকল্পের সাফল্যকে তুলে ধরে মোদীর প্রশংসায় পঞ্চমুখ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সকালে এই প্রসঙ্গে একটি ভিডিও টুইটও করেছেন তিনি। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীর কাজের প্রশংসা করে জল সংকট দূর করতে তাঁর দূরদর্শিতা ও কঠোর পরিশ্রমের কথাও উল্লেখ করেছেন তিনি। ২১ বছর আগেও যেখানে এক ফোটা জলের জন্য হাহাকার করতে হত মানুষকে, সেখানে আজ গুজরাতের প্রতিটি ঘরে কলের জল পৌঁছেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমগ্র গুজরাতবাসী তথা গুজরাতের তরুণ প্রজন্মকে এই ভিডিও দেখতে আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি ভিডিও টুইট করে ২১ বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাতের আমূল পরিবর্তন ও উন্নতির কথা তুলে ধরেছেন। 'হর ঘর জল' প্রকল্পকে সার্থক করার মধ্য দিয়ে গুজরাতে জল সংকটের নিষ্পত্তি-সহ উন্নয়নের একাধিক দিক তুলে ধরেছেন। এদিন অমিত শাহ টুইটারে লেখেন,'গুজরাটের প্রতিটি পরিবার আজ কল থেকে জল পাচ্ছে। ২১ বছর আগে প্রতিটি ফোঁটা জলের জন্য আকুল হতে হত মানুষকে। গুজরাট থেকে জল সংকট দূর করতে মোদীজির দূরদর্শিতা এবং কঠোর পরিশ্রমের কাহিনিই এই ভিডিওতে দেখানো হয়েছে। প্রতিটি দেশবাসী বিশেষ করে গুজরাটের তরুণ প্রজন্মকে ভিডিওটি দেখতে আহ্বান জানাব।'
ভিডিওটিতে দেখা যাচ্ছে ২০০১ সালে প্রতি ফোঁটা জলের জন্য হাহাকার করছে গুজরাটের মানুষ। নিম্নমুখী ভূগর্ভস্ত জলও। জল সংকটের বারবান্তে সুদূর ভবিষ্যতে হয়েত মরুভূমিতে পরিনত হবে গুজরাট। এই পরিস্থিতিতে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাট জল প্রকল্পের জেরে আজ প্রতি বাড়িতে পৌঁছেছে বিশুদ্ধ কলের জল। মোদীর কঠোর পরিশ্রম, একাগ্রতা ও দূরদর্শিতার পরিচয় দিতেই দেশবাসীর সজ্ঞে এই ভিডিও ভাগ করে নেন অমিত শাহ।
আরও পড়ুন -
গুরু নানক ভবনের জন্য ১ টাকার বিনিময় জমির প্রতিশ্রুতি মমতার, খেতে চাইলেন হালুয়াও
লটারি রহস্যে নাম জড়াল কেষ্ট কন্যারও, টাকার রং বদলের মধ্যমই কি লটারি? জোড়ালো হচ্ছে সন্দেহ