অনন্তনাগে গুলির লড়াইয়ে শহিদ আরও এক সেনা জওয়ান, এলকাউন্টার এখনও অব্যাহত

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে আহত আরও এক সেনা জওয়ান প্রাণ হারালেন শুক্রবার সকালে। গত বুধবার ২ সেনা অফিসার-সহ ৩ জন শহিদ হয়েছিলেন গলুরি লড়াইয়ে। লড়াই এখনও চলছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে।

Rajat Karmakar | Published : Sep 15, 2023 3:35 AM IST

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে আহত আরও এক সেনা জওয়ান প্রাণ হারালেন শুক্রবার সকালে। গত বুধবার ২ সেনা অফিসার-সহ ৩ জন শহিদ হয়েছিলেন গলুরি লড়াইয়ে। লড়াই এখনও চলছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে।

বুধবার অনন্তনাগের কোকরনাগ এলাকায় লুকিয়ে থাকা সন্ত্রাসবাদী এবং ভারতীয় সেনার মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের কমান্ডিং অফিসার (কর্নেল), একজন কোম্পানি কমান্ডার (মেজর), এবং জম্মু ও কাশ্মীর পুলিশের একজন ডিএসপি লড়াইয়ে নিহত হন।

নিহত চার জনের মধ্যে কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস এবং ডিএসপি হুমায়ুন ভাট রয়েছেন। আজ প্রাণ হারানো চতুর্থ সৈনিকের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

শুক্রবার সকালে কর্নেল মনপ্রীত সিং এবং মেজর আশিস ধনচাকের মৃতদেহ পানিপথে তাদের বাসভবনে আনা হয়। ডেপুটি সুপারিনটেনডেন্ট হুমায়ুন ভাটকে বৃহস্পতিবার বুদগামে তার বাসভবনে কবর দেওয়া হয়। বৃহস্পতিবার মৃতদেহগুলিকে শ্রীনগরে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের মরদেহের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সন্ত্রাসবাদীরা লস্কর-ই-তৈবার শাখা "দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট"-এর সদস্য বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর সন্দেহ, দুই-তিনজন সন্ত্রাসবাদী ওই এলাকায় এখনও লুকিয়ে আছে। হেরন ড্রোন এবং কোয়াডকপ্টার এলাকায় নজরদারি চালাতে এবং অনুসন্ধান অভিযানে সহায়তা করার জন্য মোতায়েন করা হয়েছে।

চার নিরাপত্তা কর্মীকে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার জম্মু শহরের বিভিন্ন স্থানে পাকিস্তান বিরোধী বিক্ষোভ শুরু হয়। পানুন কাশ্মীর এবং এক সনাতম ভারত দল (ESBD) কর্মীদের শ্রদ্ধা জানায় এবং জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে ব্যাপক অভিযানের দাবি জানায়।

Share this article
click me!