হোটেলের মধ্যে অগ্নিগদ্ধ হয়ে মৃত্যু ৭ করোনা রোগীর, গুজরাতের স্মৃতি ফিরে এল অন্ধ্র প্রদেশে

বিজয়বাড়ার কোভিড কেয়ার সেন্টারে আগুন
অগ্নিগদ্ধ হয়ে মৃত্যু ৭ জনের
স্থানীয় একটি হোটেলেই চলছিল কোভিড সেন্টার
রোগী ছিলেন ৩০ জন 
 

Asianet News Bangla | Published : Aug 9, 2020 4:02 AM IST

গুজরাতের হাসপাতালের পর এবার অন্ধ্রপ্রদেশের হোটেলের আগুন লাগল। তাতেই অগ্নিগদ্ধ হয়ে মৃত্যু হল কমপক্ষে ৭ জন করোনা রোগীর। অন্ধ্র প্রদেশের এই হোটেলটি করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছিল। রবিবার ভোর ৫টা নাগাদ আগুন লাগে। ২২ জনকে উদ্ধার করা হয়েছে। পুরো হোটেলটি খালি করে দেওয়া হয়েছে বলেও জানান হয়েছে প্রশাসনের তরফ থেকে। 

বিজয়ওয়াড়ার রমেশ হাসপাতাল স্বর্ণ প্যালেস নামের ওই হোটেলটি অধিগ্রহণ করেছিল। কোভিড কেয়ার সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছিল হোটেলটি। এখানে প্রায় ৩০ জন করোনা আক্রান্ত রোগী ছিলেন। আচমকাই হোটেলে আগুন লেগে যাওয়ায় ৭ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন প্রায় ১৫ জন রোগী। যাঁদের মধ্যে তিন জনের অবস্থা সংকট জনক। কী কারণে এই অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে প্রশাসন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। 


অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি, কোভিড কেয়ার সেন্টারের অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন। ঘটনা পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ গিয়েছে। দুর্ঘটনায় আহতদের যথোপোযুক্ত চিকিৎসার নির্দেশও দিয়েছেন তিনি।  
 

Share this article
click me!