রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ভারতীয় কূটনীতি ও বিদেশনীতির সাফল্য দেখা গিয়েছিল। নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছিল ভারতীয়দের। এবার ইরান-ইজরায়েল উত্তেজনার সময়ও একই ঘটনা দেখা গেল।
ইরানে আটক হওয়া পণ্যবাহী জাহাজে থাকা এক ভারতীয় কর্মীকে নিরাপদে দেশে ফেরানো সম্ভব হল। এই কর্মীর নাম অ্যান টেসা জোশেফ। তিনি কেরালার ত্রিসুরের বাসিন্দা। আটক হওয়া জাহাজ এমএসসি এরিজের ক্রু মেম্বার ছিলেন ইন্ডিয়ান ডেক ক্যাডেট অ্যান। তিনি বৃহস্পতিবার দেশে ফিরেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে এই খবর জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তিনি জানিয়েছেন, ভারতীয় দূতাবাসের সঙ্গে সহযোগিতা করেছে ইরান সরকার। ওই জাহাজে থাকা আরও ১৬ জন কর্মীকে যাতে নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছে বিদেশমন্ত্রক। সবাইকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
কেরালার যুবতী দেশে ফেরায় খুশি বিদেশমন্ত্রী
এমএসসি এরিজের একজন ক্রু মেম্বারকে দেশে ফেরানো সম্ভব হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি 'এক্স' হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘ইরানের ভারতীয় দূতাবাস দারুণ কাজ করেছে। অ্যান টেসা জোশেফ দেশে ফিরে আসায় আমি খুব খুশি হয়েছি। দেশে হোক বা বিদেশে, মোদীর গ্যারান্টি সবসময় কাজ করে।’
বিদেশমন্ত্রকের সাফল্য
১৩ এপ্রিল এমএসসি এরিজ আটক করে ইরানের রেভলিউশনারি গার্ড। এই পণ্যবাহী জাহাজে ১৭ জন ভারতীয় ছিলেন। এই জাহাজে পর্তুগালের সংস্থা এমএসসি এরিজের পতাকা ছিল। তবে এই জাহাজের সঙ্গে ইজরায়েলের যোগ আছে বলে দাবি ইরানের। সেই কারণে জাহাজটি আটক করা হয়েছে। এমএসসি এরিজের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজে মোট ২৫ জন কর্মী ছিলেন। এরপর থেকেই ভারতীয়দের উদ্ধারের চেষ্টা শুরু করে বিদেশমন্ত্রক। নয়াদিল্লিতে ইরানের দূতাবাস এবং তেহরানে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। ইরানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক কাজে লাগিয়ে ভারতীয়দের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Iran: ১৭-জন ভারতীয়-সহ ইজরায়েলের পণ্যবাহী জাহাজ আটক ইরানের রেভলিউশনারি গার্ডের
Israel-Iran War: ইজরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতি, ভারতীয়দের সতর্কবার্তা বিদেশমন্ত্রকের
Israel: ইরানকে ঠিক সময়ে উপযুক্ত মূল্য দিতে হবে, হুঙ্কার ইজরায়েলের মন্ত্রীর