Assembly Election 2022: ভোট প্রচারে বিধিনিধেষ শিথিল নির্বাচন কমিশনের, তবে মিছিল বন্ধ ১১ ফেব্রুয়ারি পর্যন্ত

Published : Jan 31, 2022, 05:39 PM IST
Assembly Election 2022: ভোট প্রচারে বিধিনিধেষ শিথিল নির্বাচন কমিশনের, তবে মিছিল বন্ধ ১১ ফেব্রুয়ারি পর্যন্ত

সংক্ষিপ্ত

নির্বাচন কমিশনের নতুন বিধিনিষেধ অনুযায়ী সর্বাধিক ১ হাজার মানুষ নিয়ে যে কোনও জনসভার আয়োজন করা যাবে। আগে সর্বাধিক ৫০০ জনকে নিয়ে খোলা জায়গায় সমাবেশ করার অনুমতি দিয়েছিল। সেই সংখ্যাই আরও বাড়িয়ে দিল নির্বাচন ।   

পাঁচ রাজ্যের (5 States) বিধানসভা নির্বাচনে (Assembly Election 2022) আগে সোমবার নতুন করে নির্দেশিকা জারি করল ভারতের নির্বাচন কমিশান (ECI)। সোমবারের নির্দেশিকায় কমিশন জানিয়েছে, আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পদযাত্রা, রোডশো, সাইকেল বা বাইক মিছিল ও সমাবেশের ওপর নষেধাজ্ঞা জারি থাকবে। তবে নির্বাচনী প্রচার যাতে বাধা না পায় তার জন্য কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে। 

নির্বাচন কমিশনের নতুন বিধিনিষেধ অনুযায়ী সর্বাধিক ১ হাজার মানুষ নিয়ে যে কোনও জনসভার আয়োজন করা যাবে। আগে সর্বাধিক ৫০০ জনকে নিয়ে খোলা জায়গায় সমাবেশ করার অনুমতি দিয়েছিল। সেই সংখ্যাই আরও বাড়িয়ে দিল নির্বাচন । 

নতুন নির্দেশিকায় কমিশন ঘরে  ঘরে গিয়ে প্রচারের নিয়মও শিথিল করেছে। আগে সর্বাধিক দশ জনকে নিয়ে সভা করার অনুমতি দিয়েছিল। এবার সেই সংখ্যাই বাড়িয়ে কুড়ি করা হয়েছে। অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে প্রচারের জন্য একসঙ্গে ২০ জন  যেতে পারেন। 

কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি ও প্রবণতা  পর্যালোচনা করতে নির্বাচন কমিশন পাঁচ রাজ্য, উত্তর প্রদেশ, পঞ্জাব, মণিপুর, উত্তরাখণ্ড ও গোয়ার স্বাস্থ্য কর্মীদের সঙ্গে বৈঠক করেছে। তারপরই এই নির্দেশিকা জারি করা হয়েছে। এদিনের বৈঠকে সমস্ত রাজ্যের মুখ্যসচিব নির্বাচন কমিশনকে রাজ্যের কোভিড -১৯ রিপোর্ট সম্পর্কে অবহিত করেছেন। আক্রান্তের সংখ্যা সব রাজ্যেই ধীরে ধীরে কমছে। তাতে কিছুটা হলেও আশ্বস্ত নির্বাচন কমিশন। 

প্রধান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র বলেছেন, পাঁচ রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা ও পর্যালোচনার পরই নির্বাচনী প্রচারে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে করোনাভাইরাসের সংক্রান্ত বিধি যেমন মাস্ক পরা ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখার মত বিষয়গুলিকেও গুরুত্ব দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন। 

আগামী ১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোট উত্তর প্রদেশে সাত দফায় নির্বাচন হবে। ফল প্রকাশ হবে ১০ মার্চ। ইতিমধ্যেই শাসক-বিরোধী সব দলই রাজনৈতিক প্রচার শুরু করেছে। এদিনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের ভোটের জন্য প্রথম ভয়ার্চুয়াল ব়্যালিটি করেন। সেখানে তিনি নিশানা করেনন  অখিলেশ যাদবকে। অন্যদিকে সমাজবাদী পার্টি ও কংগ্রেসও প্রচার শুরু করেছে। 

নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল নির্বাচনের কোভিড বিধি ভঙ্গ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক দলের নেতার পাশাপাশি স্থানীয় প্রশানের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছিল। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ম্যাপে জম্মু ও কাশ্মীর নিয়ে বিতর্ক, মোদী চিঠি লিখে ভুল ধরিয়ে দিলেন তৃণমূল সাংসদ

UP Elections 2022: মনোনয়নের ছবি দিয়ে ট্রোল্ড অখিলেশ, নেটিজেনদের কটাক্ষ তাঁর জীবনধারা নিয়ে

UP Elections 2022: 'দাবাং' রাজ চলত, উত্তর প্রদেশের প্রথম সমাবেশে মোদীর নিশানায় অখিলেশ

PREV
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট