BJP: টানা তৃতীয়বার অরুণাচল প্রদেশে সরকার গড়ছে বিজেপি, সিকিমে ক্ষমতা ধরে রাখল শাসক দল

এবার লোকসভা নির্বাচনের সঙ্গেই একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে। অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে ভালো ফল করল বিজেপি।

অরুণাচল প্রদেশে টানা তৃতীয়বার সরকার গড়ছে বিজেপি। রবিবার প্রকাশিত হয়েছে অরুণাচলের বিধানসভা নির্বাচনের ফল। ৬০টি আসনের মধ্যে ৪৩টি আসনে জয় পেয়েছে বিজেপি। ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণের দিনই অরুণাচলে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। মোট ৬০টি আসনের মধ্যে ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন বিজেপি প্রার্থীরা। বাকি ৫০টি আসনে ভোট হয়েছে। এর মধ্যে বেশিরভাগ আসনেই বিজেপি প্রার্থীরা জয় পেয়েছেন। মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু ও উপমুখ্যমন্ত্রী চাউনা মিন জয় পেয়েছেন। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে অরুণাচলে ৪১টি আসনে জয় পেয়েছিল বিজেপি। এবার তার চেয়ে বেশি আসনে জয় এল। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে ৫টি আসনে জয়ে পেয়েছে ন্যাশনাল পিপলস পার্টি। ২টি আসনে জয় পেয়েছে পিপলস পার্টি অফ অরুণাচল প্রদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ২টি আসনে জয় পেয়েছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। ৩টি আসনে জয় পেয়েছে নির্দল প্রার্থীরা।

সিকিমে বদল হল না

Latest Videos

সিকিমে ক্ষমতা ধরে রাখল সিকিম ক্রান্তিকারি মোর্চা। ৩২টি আসনের মধ্যে ৩১টি আসনই ধরে রাখল শাসক দল। বিরোধী দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট মাত্র একটি আসনে জয় পেয়েছে। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। ১৭টি আসনে জয় পেয়ে ক্ষমতা দখল করেছিল এসকেএম। ১৫টি আসনে জয় পায় এসডিএফ। এবার বিরোধীদের ধুলোয় মিশিয়ে দিল সিকিমের শাসক দল।

অরুণাচল, সিকিমে চলছে উৎসব

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হতেই অরুণাচল প্রদেশ ও সিকিমে উৎসব শুরু হয়ে গিয়েছে। অরুণাচলে বিজেপি কর্মী-সমর্থকরা ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ-গান করছেন। পুরুষদের পাশাপাশি মহিলাদেরও খালি পায়ে উৎসবে সামিল হতে দেখা গিয়েছে। সিকিমে উল্লাসে মেতেছেন এসকেএম কর্মী-সমর্থকরা। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হলে ফের উৎসব হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

উত্তরপ্রদেশে জয়জয়কার এনডিএ-র, ১১টি এক্সিট পোলে কটা আসন দেওয়া হল বিজেপি জোটকে?

Exit Polls 2024: সারা দেশে কতগুলি আসন পেতে পারে এনডিএ? ৪০০ পার হবে? কী বলছে বিভিন্ন সমীক্ষক সংস্থা?

JAN KI BAAT EXIT POLL 2024: ফের একবার-মোদী সরকার, এক্সিট পোলে লিড করছে এনডিএ, ঝুলিতে ৩৭৭টি আসন

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia