রবিবার প্রবল বজ্রবিদ্যুৎ প্রাণ কেড়ে নিল অন্তত ৩৭ জনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। বজ্রবিদ্যুতের কারণে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে উত্তরপ্রদেশ। মৃত্যুর পাশাপাশি বজ্রবিদ্যুতের জেরে আহত হয়েছেন অন্তত ১৩ জন। সরকারি সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত বাজ পড়ে কানপুর এবং ফতেপুরে প্রাণ হারিয়েছেন সাতজন করে মোট চোদ্দজন।
হামিরপুরে প্রাণ হারিয়েছেন তিনজন, ঝাঁসিতে বাজ পড়ে মৃত্যু হয়েছে পাঁচজনের, জালাউনে মারা গিয়েছেন চারজন, গাজিপুরে দু'জন এবং জানুপুর, প্রতাপগড়, কানপুর দেহাত এবং চিত্রকূটে প্রাণ হারিয়েছেন মোট চারজন।
সন্ত্রাসবাদীরা দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের খুন করুক, বিতর্কিত মন্তব্য করে প্রশ্নের মুখে রাজ্যপাল
সীমান্তে জলপথে গবাদি পশুর পাচার রুখতে কড়া পদক্ষেপ বিএসএফ-এর
বাজ পড়ে নিহতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতের পরিবারের জন্য ক্ষতিপূরণ হিসাবে চার লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সরকারি মুখপাত্র জানিয়েছেন, বজ্রপাতের জেরে আহতদের চিকিৎসায় যেন কোনও ত্রুটি না হয় এবং নিহতদের পরিবারও যাতে ঠিকঠাক ক্ষতিপূরণ পায় সেই বিষয়েও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।