Atiq Ahmed: ‘বিখ্যাত’ হয়ে ওঠার জন্যই আতিককে খুন? সানির বয়ানে গ্যাংস্টারকে ছাপিয়ে ‘ডন’ হয়ে ওঠার কাহিনী

Published : Apr 16, 2023, 10:27 AM ISTUpdated : Apr 16, 2023, 11:29 AM IST
atiq ahmad murderer

সংক্ষিপ্ত

মাটিতে পড়ে গিয়েও উচ্চ স্বরে ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলতে থাকে ৩ দুষ্কৃতী। আতিককে খুনের ব্যাপারে এদের জিজ্ঞেস করা হলে ধৃত যুবকরা আক্ষেপ প্রকাশ করে বলেছেন যে, ছোটোখাটো অপরাধ করে কিছুতেই তারা ‘বিখ্যাত’ হয়ে উঠতে পারছিলেন না।

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরফ আহমেদকে পুলিশের সামনের এলোপাথাড়ি গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। গুলি করার সময় আটতায়ীদের মুখে ছিল ‘জয় শ্রী রাম’ স্লোগান। পুলিশি হেফাজতে থাকাকালীন সকলের সামনে দাঁড়িয়ে বন্দুক উঁচিয়ে কীভাবে গ্যাংস্টারকে একের পর এক গুলি করতে থাকল আততায়ীরা, তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও এরপর ৩ আততায়ীকে গ্রেফতার করে উত্তরপ্রদেশের পুলিশ। ধৃতদের বয়ানে উঠে এসেছে গ্যাংস্টারকে ডিঙিয়ে ‘ডন’ হয়ে ওঠার ইচ্ছের কথা।

আতিক এবং আশরফকে খুনের দায়ে উত্তরপ্রদেশের হামিরপুরের বাসিন্দা সানি, কাসগঞ্জের বাসিন্দা অরুণ এবং বান্দার বাসিন্দা লবলেশকে গ্রেফতার করেছে পুলিশ। খুন করার কিছুক্ষণের মধ্যেই আততায়ীদের মাটিতে ফেলে ঠেসে ধরেন পুলিশ কর্মীরা। মাটিতে পড়ে গিয়েও উচ্চ স্বরে ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলতে থাকে ৩ দুষ্কৃতী। উত্তরপ্রদেশের পুলিশ জানিয়েছে, এই ৩ জনই খুন, অপহরণ এবং ডাকাতি-সহ একাধিক অপরাধের সঙ্গে জড়িত। জেলের ভেতরে বন্দিদশায় থাকাকালীনই এরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিল এবং একসাথেই বিভিন্ন অপরাধমূলক কাজ করত। আতিককে খুনের ব্যাপারে এদের জিজ্ঞেস করা হলে ধৃত যুবকরা আক্ষেপ প্রকাশ করে বলেছেন যে, ছোটোখাটো অপরাধ করে কিছুতেই তারা ‘বিখ্যাত’ হয়ে উঠতে পারছিলেন না। তাদের লক্ষ্য ছিল উত্তরপ্রদেশের বড়সড় ‘ডন’ হয়ে ওঠা।

বড় ধরনের কোনও অপরাধ করে ‘খ্যাতনামা’ হয়ে উঠতে চাইছিল সানি, অরুণ এবং লবলেশ। অনেক দিন ধরেই ‘খ্যাতনামা’ হওয়ার সুযোগ খুঁজছিল তারা। এরপর যখন তারা জানতে পারে যে, ‘গ্যাংস্টার’ আতিক এবং তার ভাই আশরফকে শারীরিক পরীক্ষার জন্য শনিবার প্রয়াগরাজের হাসপাতালে নিয়ে যাওয়া হবে, তখন তারা পরিকল্পনা করে যে, এই সুযোগে আতিক এবং তার ভাইকে খুন করে দিতে হবে। এই খুন করতে পারলে তাদের এক ঢিলে দুই পাখি মারা সম্ভব হবে। একটি উদ্দেশ্য হল, উত্তরপ্রদেশে তাদের নাম ছড়িয়ে পড়বে, অর্থাৎ, তারা বিখ্যাত হয়ে পড়বে। আরেকটি উদ্দেশ্য হল, আতিক এবং তাঁর দলবলকে এত দিন ধরে সমঝে চলত বিভিন্ন কুখ্যাত অপরাধী এবং সাধারণ মানুষরা, এই সন্ত্রস্ত মানুষদের কাছে তারাই এবার হয়ে উঠতে পারবে নতুন ‘ত্রাস’, তাদের ভয়েই এবার কাঁপবে সমগ্র উত্তরপ্রদেশের মানুষ।

ইতিমধ্যেই তিন অভিযুক্তের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছে পুলিশ। তাঁদের জেরা করা হচ্ছে। কয়েক জনকে নিজেদের হেফাজতেও নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
 

আরও পড়ুন-

হাই স্লিট পোশাকে বুকের গভীর খাঁজে ইন্টারনেটে ঝড় তুলেছেন বলি তন্বী জাহ্নবী কাপুর
Atiq Ahmad: উত্তরপ্রদেশে পুলিশের সামনেই একের পর এক গুলি গ্যাংস্টার আতিকের মাথায়, ক্ষুব্ধ যোগী আদিত্যনাথ
রাতের তাপমাত্রাও পৌঁছে গিয়েছে ৩০ ডিগ্রিতে, রবিবারের পর বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

PREV
click me!

Recommended Stories

আধারের ফটোকপি জমা রাখা আর বাধ্যতামূলক নয়, নয়া নিয়ম আনছে কর্তৃপক্ষ, জেনে নিন বিস্তারিত
Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!