সংক্ষিপ্ত
সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের পাশাপাশি মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো উত্তরবঙ্গের জেলাগুলিও তীব্র দাবদাহের ভ্রুকুটি। তারই মধ্যে এল বৃষ্টির পূর্বাভাস।
বৈশাখ মাস শুরু হওয়ার আগে থেকেই গরমের যে দাপট শুরু হয়েছে কলকাতা সহ সমস্ত জেলাগুলিতে, তা পয়লা বৈশাখের পরেও অব্যাহত রয়েছে। আর তার জেরেই নাজেহাল হয়ে যাচ্ছেন বাংলার মানুষ। দিনে-দুপুরে রাস্তায় বেরোনো তো দূরের কথা, ঘরের ভেতরে থাকলেও অনুভূত হচ্ছে তীব্র অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, পশ্চিমবঙ্গ থেকে আপাতত কমবে না প্যাচপ্যাচে গরমের অত্যাচার। জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ১৬ এপ্রিল, পয়লা বৈশাখের পরের দিনেও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াস।
রবিবার বাঁকুড়া জেলার তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিসের রিপোর্ট। মালদহ বা বীরভূমেও তাপমাত্রা খুবই বেশি থাকার সম্ভাবনা। গাঙ্গেয় বঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে হাওয়া অফিসের রিপোর্টে দেখা যাচ্ছে, আগামী দিন পাঁচেক ধরে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব-একটা বড়সড় বদল ঘটবে না।
উত্তরবঙ্গের ক্ষেত্রে, দার্জিলিং জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি পেরিয়ে গিয়ে এখন প্রায় ২৫ ডিগ্রি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেক দিনই প্রায় ১-২ ডিগ্রি করে বৃদ্ধি পাচ্ছে দার্জিলিঙের তাপমাত্রা। জলপাইগুড়ি, কালিম্পং সহ সমস্ত জেলাতেই চড়তে শুরু করেছে পারদ। রবিবার উত্তরবঙ্গের আকাশ একেবারেই শুকনো থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পার্বত্য বঙ্গেও আগামী দিন পাঁচেক ধরে তাপমাত্রার খুব-একটা বড়সড় বদল ঘটবে না বলে জানানো হয়েছে। তবে, রবিবারের পর সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং জেলায় ১৭ তারিখ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর, তবে, সেই বৃষ্টির পরিমাণ থাকবে খুবই সামান্য। ১৭ তারিখের পর আবহাওয়া ফের শুষ্ক হয়ে যাবে। আসন্ন সপ্তাহে আর বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।
রবি এবং সোমবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, শুধু দক্ষিণবঙ্গ নয়, তীব্র গরম অনুভূত হবে উত্তরেও। উত্তরবঙ্গের তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু এলাকাতে তাপপ্রবাহ চলতে পারে।
আরও পড়ুন-
নববর্ষের দ্বিতীয় দিনে কোন শহরে বেড়ে গেল জ্বালানির দাম? দেখে নিন রবিবারের পেট্রোল-দর
পয়লা বৈশাখের পর ফের কমে গেল সোনা-রুপোর দাম, দেখে নিন আজকের লেটেস্ট আপডেট
বৈশাখ মাসের শুরুতেই রয়েছে সোম প্রদোষ তিথি, জেনে নিন ভগবান শিবের পুজোর গুরুত্বপূর্ণ নিয়মগুলি