UPI থেকে ATM- ১ এপ্রিল থেকে টাকা তোলার নিয়মে আসছে বিরাট পরিবর্তন, জেনে নিন বিস্তারিত
১ এপ্রিল থেকে এটিএম, ডেবিট কার্ড, জ্বালানি, টিডিএস ও ডিজিটাল ব্যাঙ্কিংয়ের নিয়মে পরিবর্তন আসছে। এলপিজি, সিএনজি, এটিএফের দামেও বদল হতে পারে। জেনে নিন মধ্যবিত্তের পকেটে কোন কোন খাতে চাপ বাড়বে।
- FB
- TW
- Linkdin
)
আগামী ১ এপ্রিল থেকে চাপ পড়বে মধ্যবিত্তের পকেটে। এবার থেকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে হল বিরাট পরিবর্তন।
এটিএম লেনদেনের চার্জ থেকে শুরু করে ন্যূনতম ব্যালেন্স, টিডিএস, ডেবিট কার্ড, জ্বালানির দাম এবং ডিজিটাল ব্যাঙ্কিং-এ আসছে বিরাট পরিবর্তন।
জানা গিয়েছে, প্রতি মাসের প্রথম দিনে তেল কোম্পানিগুলো এলপিজি, সিএনজি, পিএনজি এবং এভিয়েশন টারবাইন ফুয়েল-র দাম পর্যালোচনা করে।
১ এপ্রিল থেকে এই দাম বাড়তে বা কমতে পারে। সরকার এবং তেল কোম্পানিগুলোর সিদ্ধান্তের ওপর এই পরিবর্তন ঘটে।
NPCI তাদের RuPay সিলেক্ট ডেবিট কার্ডে নতুন ফিচার যুক্ত করছে। ১ এপ্রিল থেকে এই কার্ডধারীরা বিমানবন্দর লাউঞ্জ অ্যাক্সেস, বিমা কভার, ভ্রমণ, ফিটনেস এবং সুস্থতার মতো সুবিধা পাবেন। এটি গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় সংযোজন হতে পারে।
তেমনই এটিএম-র লেনদেনে পরিবর্তন এসেছে। অন্য ব্যাঙ্কের এটিএম থেকে মাসে ৩ বার বিনামূল্যে টাকা তোলা যাবে। তার বেশি তুললেন ২ টাকা করে কাটবে।
তেমনই প্রবীণ নাগরিকদের জন্য টিডিএস কর্তনের সীমা ৫০ হাজার থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে।
বাড়িওয়ালাদের জন্য ভাড়ার ওপর টিডিএস সীমা ২.৪ লক্ষ থেকে বাড়িয়ে ৬ লক্ষ করা হয়েছে।
তেমনই দীর্ঘদিন ব্যবহার না হওয়া মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত ইউপিআই ১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে।
তেমনই ক্রেজিট কার্ডে আসছে পরিবর্তন। এমনই একাধিক নিয়ম লাগু হচ্ছে নতুন বছর থেকে।